কলকাতা, 20 সেপ্টেম্বর: গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) ধৃত এনামুল হকের তিন ভাগ্নের বিপুল পরিমাণ সম্পত্তি রয়েছে (Enamul Haque Nephews Property) বলে জানতে পেরেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি ৷ কিন্তু, সেই সম্পত্তির হদিশ পাচ্ছে না রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি ৷ তাই সেই বিপুল সম্পত্তির সঠিক হিসাব পেতে এবং তার উৎস খুঁজে বের করতে ফরেন্সিক অডিটের সাহায্য (CID Takes Forensic Audit Help) নিতে চলেছেন সিআইডি আধিকারিকরা ৷ ভবানী ভবন সূত্রে খবর, চলতি সপ্তাহের মধ্যেই এই ফরেন্সিক অডিটের বিষয় নিয়ে পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হবে ৷
ভবানী ভবন সূত্রে খবর, তিহার জেলে বন্দি এনামুল গরুপাচার থেকে পাওয়া টাকা তাঁর 3 ভাগ্নের সাহায্যে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরশাহিতে হাওয়ালার মাধ্যমে পাচার করিয়েছে ৷ তার বাইরেও এনামুলের এই তিন ভাগ্নের প্রচুর বেহিসাবি সম্পত্তি রয়েছে ৷ সিবিআই এর পাশাপাশি সিআইডি গরুপাচার মামলার তদন্তে নেমে সেই সম্পত্তির খোঁজ শুরু করেছে ৷ তবে, তাঁদের সেই হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পাচ্ছে না রাজ্য গোয়েন্দা সংস্থা ৷ তাই এ বার ফরেন্সিকের সাহায্য নিচ্ছে সিআইডি ৷