পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Ganja Smuggling: সিমেন্টের বস্তাবোঝাই গাড়ি থেকে উদ্ধার 348 কেজি গাঁজা, ধৃত 1 - গাঁজা উদ্ধার

সিআইডি-র (CID) জালে আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের (Ganja Smuggling) এক সদস্য ৷ উদ্ধার 348 কেজি গাঁজা ৷ সিমেন্টের বস্তার ভিতর লুকিয়ে গাঁজা পাচার করা হচ্ছিল বলে দাবি গোয়েন্দাদের ৷

CID recover 348 kg ganja in tamluk during smuggling
Ganja Smuggling: সিমেন্টের বস্তাবোঝাই গাড়ি থেকে উদ্ধার 348 কেজি গাঁজা, ধৃত 1

By

Published : Jul 8, 2022, 8:30 PM IST

কলকাতা, 8 জুলাই: পণ্যবাহী গাড়িতে সিমেন্টের বস্তার ভিতর লুকিয়ে ভিন রাজ্য থেকে এ রাজ্যে ঢুকছিল বিপুল পরিমাণ গাঁজা (Ganja Smuggling) ৷ গোপন সূত্রে সেই খবর পেয়ে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি (CID) ৷ বাজেয়াপ্ত করা হয় 348 কেজি গাঁজা ৷ পাচারে ব্যবহৃত গাড়িটিও আটক করা হয় ৷

সিআইডি সূত্রে জানা গিয়েছে, ওড়িশা থেকে রাজ্য সড়ক হয়ে এই গাঁজা নদিয়ায় পাঠানো হচ্ছিল ৷ কিন্তু, তার আগেই তমলুকে গোটা কনসাইনমেন্টটিই ধরা পড়ে যায় ৷ এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ শুক্রবার একথা জানিয়েছেন ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ ৷

আরও পড়ুন:Cannabis Recovered in Siliguri: শিলিগুড়িতে কন্টেনার গাড়ি থেকে বাজেয়াপ্ত 52 কেজি গাঁজা, গ্রেফতার 2

সূত্রের খবর, গাঁজা পাচারের তথ্য হাতে পেয়েই এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় সিআইডি-র একটি দল ৷ রাস্তায় নাকাচেকিং চালানোর সময় সন্দেহভাজন একটি গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি শুরু করা হয় ৷ গাড়ি থেকে উদ্ধার করা হয় 50টি সিমেন্টের বস্তা ৷ সেগুলির ভিতরেই লুকিয়ে রাখা ছিল গাঁজা ৷ যার পরিমাণ 348 কেজি ৷

ঘটনায় ধৃত ব্যক্তির নাম সজল সরকার ৷ তাঁর বাড়ি মুর্শিদাবাদ জেলায় ৷ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা ৷ পাশাপাশি, ওডিশার কোথা থেকে এই গাঁজা আসছিল এবং নদিয়া জেলার ঠিক কোন জায়গায় এই গাঁজা পাঠানোর বন্দোবস্ত করা হয়েছিল, সেই বিষয়েও বিশদে খোঁজ নিচ্ছেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details