পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Howrah Cash Recovery: নোট উদ্ধার-কাণ্ডে ঝাড়খণ্ডের বিধায়ক কুমার জয়মঙ্গলের বয়ান রেকর্ড, জামতাড়ায় তল্লাশি সিআইডি'র

ঝাড়খণ্ডের বিধায়কদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় নয়া মোড় ৷ জামতাড়ায় এক বিধায়কের বাড়িতে তল্লাশি সিআইডি'র ৷ পাশাপাশি, মূল অভিযোগকারী কংগ্রেস বিধায়ক কুমার জয়মঙ্গলের বয়ান রেকর্ড করেছে ভবানী ভবন (CID Records Statement of Jharkhand MLA Kumar Jaimangal in Howrah Cash Recovery Case) ৷

cid-records-statement-of-jharkhand-mla-kumar-jaimangal-in-howrah-cash-recovery-case
cid-records-statement-of-jharkhand-mla-kumar-jaimangal-in-howrah-cash-recovery-case

By

Published : Aug 8, 2022, 7:30 PM IST

কলকাতা, 8 অগস্ট: ঝাড়খণ্ডের 3 কংগ্রেস বিধায়কের কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় এবার ভবানী ভবনে এসে বয়ান রেকর্ড করালেন ঝাড়খণ্ডের বিধায়ক কুমার জয়মঙ্গল (CID Records Statement of Jharkhand MLA Kumar Jaimangal in Howrah Cash Recovery Case) ৷ মূলত, তাঁর করা অভিযোগের ভিত্তিতেই এই টাকা উদ্ধারের ঘটনায় একাধিক রাজ্যে গিয়ে তদন্ত শুরু করেছে রাজ্যের গোয়েন্দা দফতর ৷ প্রথম থেকেই জয়মঙ্গলের অভিযোগ ছিল, কয়েকজন কংগ্রেস বিধায়ককে টাকার প্রলোভন দিয়ে ঝাড়খণ্ডে সরকার ফেলার চক্রান্ত করা হচ্ছে ৷ আর এর পিছনে বিজেপি-র হাত রয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷

পাশাপাশি, বিধায়কদের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায়, কংগ্রেসের অপর এক বিধায়ক ইরফান আনসারির ঝাড়খণ্ডের জামতাড়ার বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি অভিযানে চালিয়েছে সিআইডি-র একটি বিশেষ প্রতিনিধি দল ৷ সিআইডি সূত্রের খবর, সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র গোয়েন্দারা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন ৷ এই দিন প্রায় তিন ঘণ্টা ধরে ভবানী ভবনে বিধায়ক কুমার জয়মঙ্গলের বয়ান রেকর্ড করে সিআইডি ৷ কংগ্রেস বিধায়কদের থেকে টাকা উদ্ধারের তদন্তে গিয়ে অসম পুলিশ ও গুয়াহাটি পুলিশের কাছে বাধা পেতে হয় রাজ্য সিআইডি’র আধিকারিকদের ৷ অসম পুলিশ ভবানী ভবনের গোয়েন্দাদের আটক পর্যন্ত করেছিল ৷ শেষে রাজ্যের এডিজি সিআইডি অসম পুলিশের ডিজি-র সঙ্গে যোগাযোগ করেন ৷ তাঁর হস্তক্ষেপে ছাড়া পান সিআইডি’র গোয়েন্দারা ৷

আরও পড়ুন:ঝাড়খণ্ডের তিন বিধায়কের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনায় অসমের ব্যবসায়ীকে তলব সিআইডি'র

সম্প্রতি হাওড়ার পাঁচলা থানা এলাকার রানিহাটিতে জাতীয় সড়ককে ঝাড়খণ্ডের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি আটক করে পুলিশ ৷ তল্লাশিতে সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় 49 লক্ষ টাকা ৷ সেই টাকার হিসাব দিতে না-পারায়, গাড়িতে থাকা ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করে পুলিশ ৷ এর পরেই জানা যায়, ধৃত কংগ্রেস বিধায়করা প্রথমে কলকাতায় এসেছিলেন ৷ এখান থেকে অসম গিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করেন ৷ ফের কলকাতায় ফিরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়ে তাঁরা ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ তখনই রাস্তায় তাঁদের বমাল আটক করে রাজ্য পুলিশ ৷ পরবর্তী সময়ে গ্রেফতার করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details