পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

"রাজ্যের গোয়েন্দাদের কাজ করতে দেওয়া হয় না" - মুর্শিদাবাদে গ্রেপ্তার আল কায়েদা জঙ্গি

"রাজ্যের গোয়েন্দার কাছে কোনও খবর ছিল না । গোয়েন্দাদের কাজ করতে দেওয়া হয় না । " অভিযোগ তুললেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ।

সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তী

By

Published : Sep 19, 2020, 10:48 PM IST

কলকাতা, 19 সেপ্টেম্বর : রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ । গত কয়েক বছরে এরাজ্যে জঙ্গিদের কার্যকলাপ উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে বলে আজ মন্তব্য করেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী । আজ মুর্শিদাবাদের ঘটনা প্রসঙ্গে একথা বললেন সুজন চক্রবর্তী । তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হোক। যিনি অপরাধী নন তাঁকে সাজিয়ে যেন শিকার করা না হয়। কেবলমাত্র রাজ্য নয় এই উপমহাদেশে জঙ্গি কার্যকলাপ লাগামহীনভাবে বেড়ে চলেছে। দেশ জুড়ে বাড়ছে আল কায়দার দৌরাত্ম্য । রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যেমন বাড়ছে তেমনি বাড়ছে জঙ্গি কার্যকলাপ ।”

সুজনবাবু বলেন, “জঙ্গিদের কোনও ধর্ম নেই । তারা অপরাধী । সেটাই তাদের পরিচয়। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে নিরপেক্ষ প্রকৃত ব্যবস্থা নিতে হবে ।” তাঁর কথায়, "এ-রাজ্যে গোয়েন্দারা ব্যর্থ হয়েছে । দীর্ঘদিন ধরে মৌরসিপাট্টা গেড়ে বসেছিল জঙ্গিরা । গোয়েন্দার কাছে কোনও খবর ছিল না । গোয়েন্দাদের কাজ করতে দেওয়া হয় না । তবে রাজ্যপাল যে কথা বলেছেন তা ঠিক নয় । পশ্চিমবঙ্গ জঙ্গি কার্যকলাপের কারখানা নয় । মহারাষ্ট্র, গুজরাতেও জঙ্গি কার্যকলাপ বেড়ে চলেছে BJP-র রাজত্বে । সরকারের ঘেরাটোপে রয়েছেন বেশকিছু সন্ত্রাসবাদী । তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার তাদের বিরুদ্ধে।"

আরও পড়ুন :হামলার ছকের বিস্তারিত জানতে চায় NIA, 24 সেপ্টেম্বর পর্যন্ত ট্রানজ়িট রিমান্ড মঞ্জুর

অন্যদিকে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে দুপুরেই উদ্বেগ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।

প্রসঙ্গত, আজ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও কেরালার এরনাকুলম থেকে আল কায়েদা জঙ্গিযোগে 9 জনকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা । ধৃতদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে লিউ ইয়েন আহমেদ ও আবু সুফিয়ান এবং কেরালা থেকে মোশারফ হোসেন এবং মুর্শিদ হাসান ।

ABOUT THE AUTHOR

...view details