কলকাতা, 2 মার্চ : রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের উপর বিস্ফোরণের ঘটনায় কেমিক্যাল শহিদুলকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন সিআইডির গোয়েন্দারা। এলাকায় শহিদুল থেকে কীভাবে পুলিশের খাতায় কেমিক্যাল শহিদুল হয়ে উঠল মুর্শিদাবাদের শিল্পী এই যুবক, তার বিস্তারিত তথ্য পেল সিআইডি৷
বিশেষত রাসায়নিক বিজ্ঞানে পারদর্শী ছিল শহিদুল। অভিযোগ, তবে ধীরে ধীরে শহিদুলের অসৎ সঙ্গে মেলামেশা বাড়তে থাকে। ফলে সে তার ওই পারদর্শিতা ভুল জায়গায় কাজে লাগায়। বিভিন্ন রাসায়নিক পদার্থ কত অনুপাতে কীসের মিশ্রণে কীভাবে সেটি বিস্ফোরকের আকার দেওয়া যায়, তা ছিল শহিদুলের নখদর্পণে৷ আর এই ভাবেই পুলিশের রেজিস্টারের শহিদুল পরিচিতি হয় কেমিক্যাল শহিদুল নামে।
জানা গিয়েছে, এলাকায় একাধিক বেআইনি কাজের সঙ্গে লিপ্ত হয়ে পড়ে সে। সিআইডি সূত্রে খবর, ছোট থেকেই শহিদুল মুর্শিদাবাদ সুতি এলাকার বাসিন্দা। সেখানেই তার বেড়ে ওঠা। পড়াশোনায় ভালোই ছিল শহিদুল৷ তদন্তে নেমে তার পরিবারের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছেন সিআইডির গোয়েন্দারা। তবে ধৃত শহিদুলের বাংলাদেশে যাতায়াত ছিল। ফলে সেই ক্ষেত্রে বাংলাদেশি কোনও নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির মতো কোনও নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কেমিক্যাল শহিদুলের কোনও যোগ রয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দিচ্ছেন না সিআইডির গোয়েন্দারা।