কলকাতা, 8 সেপ্টেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মায়ের অভিযোগ খারিজ করে দিল সিআইডি (CID) ৷ তাদের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়, দেবযানী মুখোপাধ্যায়কে গত 23 অগস্ট দমদম সংশোধনাগারে (Dum Dum Correctional Home) গিয়ে আইন সম্মতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । জয়নগর থানা এলাকায় একটি অভিযোগের ভিত্তিতে দেবযানী মুখোপাধ্যায়কে সেদিন দমদম সংশোধনাগারে গিয়ে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বয়ান রেকর্ড করে ।
ভবানী ভবনের দাবি, যেদিন দেবযানী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই দিন ওই সংশোধনাগারে সিআইডির প্রতিনিধির তরফ থেকে তদন্তকারী অফিসার এবং দমদম সংশোধনাগারে কারারক্ষীরা এবং সিআইডির মহিলা প্রতিনিধিরাও দেবযানীকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন । ফলে সে ক্ষেত্রে দেবযানী মুখোপাধ্যায়কে মানসিক চাপ সৃষ্টি করা এবং দেবযানীর মায়ের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ ঠিক নয় বলেই দাবি ভবানী ভবনের ।