পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Saradha Chit Fund Scam: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের অভিযোগ খারিজ করল ভবানী ভবন - সিবিআই

সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায় (Debjani Mukherjee) ৷ আপাতত তিনি জেলবন্দি ৷ বিচার প্রক্রিয়া শেষ হয়নি ৷ তাঁর মায়ের অভিযোগ, সিপিএম নেতা সুজন চক্রবর্তী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে মিথ্যে মামলা করানোর জন্য দেবযানীর উপর চাপ সৃষ্টি করছে সিআইডি ।

cid-dismisses-saradha-chit-fund-accused-debjani-mukherjee-mother-allegation
Saradha Chit Fund Scam: সিআইডির বিরুদ্ধে দেবযানীর মায়ের অভিযোগ খারিজ করল ভবানী ভবন

By

Published : Sep 8, 2022, 3:41 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : সারদা চিটফান্ড কাণ্ডে (Saradha Chit Fund Scam) অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের (Debjani Mukherjee) মায়ের অভিযোগ খারিজ করে দিল সিআইডি (CID) ৷ তাদের তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়, দেবযানী মুখোপাধ্যায়কে গত 23 অগস্ট দমদম সংশোধনাগারে (Dum Dum Correctional Home) গিয়ে আইন সম্মতভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । জয়নগর থানা এলাকায় একটি অভিযোগের ভিত্তিতে দেবযানী মুখোপাধ্যায়কে সেদিন দমদম সংশোধনাগারে গিয়ে সিআইডির একটি বিশেষ প্রতিনিধি দল জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বয়ান রেকর্ড করে ।

ভবানী ভবনের দাবি, যেদিন দেবযানী মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, সেই দিন ওই সংশোধনাগারে সিআইডির প্রতিনিধির তরফ থেকে তদন্তকারী অফিসার এবং দমদম সংশোধনাগারে কারারক্ষীরা এবং সিআইডির মহিলা প্রতিনিধিরাও দেবযানীকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন । ফলে সে ক্ষেত্রে দেবযানী মুখোপাধ্যায়কে মানসিক চাপ সৃষ্টি করা এবং দেবযানীর মায়ের যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগ ঠিক নয় বলেই দাবি ভবানী ভবনের ।

জানা গিয়েছে যে ওই জিজ্ঞাসাবাদের পর দেবযানীর সঙ্গে তাঁর মা শর্বরী মুখোপাধ্যায় দমদম সংশোধনাগারে দেখা করতে যান এবং সেই সময়ে তাঁর মাকে সামনে পেয়ে সিআইডির বিরুদ্ধে মিথ্যা অভিযোগে ফাঁসানো এবং তাঁকে মানসিক চাপ দেওয়ার অভিযোগ করেন তিনি ।

এরপর শর্বরী মুখোপাধ্যায় সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর এবং সিবিআই (CBI)-এর ডিআইজি পদমর্যাদার আধিকারিক এবং জাতীয় মানবাধিকার কমিশনে (NHRC) একটি চিঠি পাঠান । সেই চিঠিতে সিআইডির গোয়েন্দাদের বিরুদ্ধে তিনি অভিযোগ আনেন যে তাঁর মেয়েকে মিথ্যে মামলার ফাঁসানোর হুমকি দিয়ে চাপ সৃষ্টি করছেন সিআইডির গোয়েন্দারা ৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তী (CPIM Leader Sujan Chakraborty) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (BJP MLA Suvendu Adhikari) নামে মিথ্যে মামলা করানোর জন্য দেবযানীর উপর চাপ সৃষ্টি করছে সিআইডি । যদিও এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই সিআইডি তরফ থেকে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেওয়া হল ।

আরও পড়ুন :'শুভেন্দু-সুজনের নামে অভিযোগের চাপ সিআইডির', সিবিআইকে চিঠি দেবযানীর মায়ের

ABOUT THE AUTHOR

...view details