পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Money Recovery: ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল - CID

গত শনিবার হাওড়ার রানিহাটিতে একটি গাড়ি থেকে 49 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ ৷ ওই গাড়িতে ঝাড়খণ্ডে কংগ্রেসের তিন বিধায়ক (Jharkhand Three Congress MLA) ছিলেন ৷ ওই তিন বিধায়ক আপাতত সিআইডি (CID) হেফাজতে রয়েছেন ৷ ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের থেকে তাঁর টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ৷

cid-arrests-businessman-mahendra-agarwal-in-money-recovery-case-against-jharkhand-congress-mla
Money Recovery: ঝাড়খণ্ডের বিধায়কদের থেকে টাকা উদ্ধারের ঘটনায় আটক পলাতক ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল

By

Published : Aug 3, 2022, 2:41 PM IST

কলকাতা, 3 অগস্ট : ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়কের (Jharkhand Three Congress MLA) কাছ থেকে 49 লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় আটক মহেন্দ্র আগরওয়াল নামে এক ব্যবসায়ী । সিআইডির (CID) গোয়েন্দারা মহেন্দ্র আগরওয়ালকে ইএম বাইপাস সংলগ্ন একটি জায়গা থেকে আটক করেছেন । কিন্তু তাঁকে আটকের পর গাড়িতে বসিয়ে ভবানী ভবনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই তিনি অসুস্থতা বোধ করেন । ফলে তাঁকে নিয়ে যান এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) । সেখানে তাঁর চিকিৎসা চলছে । জানা গিয়েছে, মহেন্দ্রর হৃদযন্ত্রের সমস্যা রয়েছে, ফলে তিনি অসুস্থতা বোধ করেন ।

গতকাল, মঙ্গলবার লালবাজারের উল্টোদিকের একটি ভবনে তল্লাশি চালান সিআইডির গোয়েন্দারা । এখান থেকে উদ্ধার হয় প্রায় 3 লক্ষ 42 হাজার 700 টাকা । এছাড়া পাওয়া যায় 250টি কয়েন । মহেন্দ্র আগারওয়ালের অফিস থেকে ওই টাকা ও কয়েন উদ্ধার হয় ৷

এদিকে এই ঘটনায় দিল্লিতে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়ে বাধার সম্মুখীন হন সিআইডির গোয়েন্দারা । অভিযোগ ওঠে দিল্লি পুলিশ তাঁদের ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে বাধা দেয় । অন্যদিকে এদিন সিআইডির একটি বিশেষ দল সল্টলেক লাগোয়া ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের সামনে থেকে মহেন্দ্র আগরওয়ালকে আটক করে ।

আরও পড়ুন :Money Recovery: নোটকাণ্ডে পলাতক হাওয়ালা ব্যবসায়ীর অফিস থেকে উদ্ধার প্রায় সাড়ে 3 লক্ষ টাকা !

ABOUT THE AUTHOR

...view details