কলকাতা, 24 ফেব্রুয়ারি : নিমতিতা বিস্ফোরণের ঘটনায় একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল সিআইডি । ধৃতের নাম শেখ নাসিম । সে বাংলাদেশের বাসিন্দা বলে সিআইডি সূত্রে খবর । জাকির হোসেনের উপর বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি জঙ্গি যোগ রয়েছে কিনা খতিয়ে দেখতে তাকে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা ।
সিআইডি সূত্রে খবর, বিস্ফোরণের কিছুদিন আগে থেকে নিমতিতা স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল শেখ নাসিমকে । আদতে বাড়ি বাংলাদেশে হলেও সে বসবাস করত ফরাক্কায় । তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, নিমতিতা প্ল্যাটফর্মে জল সরবরাহকারী ও হকারির কাজ করত নাসিম । তাহলে কি দিনের-পর-দিন প্ল্যাটফর্মে পড়ে থেকে রেকি করেছিল সে? প্রশ্ন গোয়েন্দাদের । পাশাপাশি কোথায় বোমা রাখা যায় তার সন্ধান করেছিল? বিস্ফোরণের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল? উঠে আসছে একাধিক প্রশ্ন ।
আরও পড়ুন :তদন্তের হাল হকিকত দেখতে নিমিতিতা স্টেশনে অনুজ শর্মা