কলকাতা, 24 নভেম্বর : এতদিন চিংড়িঘাটা উড়ালপুল সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করত বিধাননগর ট্রাফিক পুলিশ । কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি ভয়াবহ পথ দুর্ঘটনার ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিধাননগর ট্রাফিক পুলিশকে (Chingrighata accident) । এতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও হস্তক্ষেপ করতে হয় । মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দেন, বিধাননগর পুলিশ কমিশনারেটে আর যেন একটাও পথদুর্ঘটনা না হয় । কলকাতা ট্রাফিক পুলিশের হাতে এই এলাকার ট্রাফিকের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে ৷ চিংড়িঘাটা সংলগ্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব যাতে বেলেঘাটা ট্রাফিক গার্ডের হাতে দেওয়া হয় তার জন্য ইতিমধ্যেই নবান্নে আর্জি জানানো হয়েছে ৷
জানা গিয়েছে, নবান্নকে আর্জি জানানো হলেও এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি ৷ চিংড়িঘাটা এলাকার যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব বিধাননগর সিটি পুলিশের ট্রাফিক বিভাগের । পুলিশ মহলে খবর, কলকাতা পুলিশের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পারদর্শী পাশাপাশি সার্জেন্টরা যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করার ক্ষমতা রাখেন । এছাড়াও অন্যান্য কমিশনারেটগুলির তুলনায় কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে যান চলাচল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ৷ পুলিশের তরফ থেকে তাই প্রস্তাব দেওয়া হয়েছে যাতে চিংড়িঘাটা সংলগ্ন এলাকায় যান চলাচলের দায়িত্ব বেলেঘাটা ট্রাফিক গার্ডের হাতে দেওয়া হয় ৷ যদিও বিধাননগর কমিশনারেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক পদস্থ কর্তা জানান, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ।