কলকাতা, 12 ফেব্রুয়ারি : 19 জন চিনা জাহাজকর্মীসহ আগামীকাল কলকাতায় ঢুকছে চিনা পণ্যবাহী জাহাজ । চিনের সাংহাই থেকে সিঙ্গাপুর হয়ে কলকাতায় আসছিল জাহাজটি । কোরোনার আতঙ্কে জাহাজটি সাগরদ্বীপের জলসীমায় আটকান কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা । বেশ কয়েকঘণ্টা ধরে তাঁদের শারীরিক অবস্থা খতিয়ে দেখে বিশেষ প্রতিনিধি দল ।
জাহাজের ক্যাপ্টেন জ়োউ ইঙডেসহ বাকি জাহাজকর্মীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল সাগরদ্বীপে । CMO-র ডাক্তার মুকুন্দ কেলকারের নেতৃত্বাধীন এক চিকিৎসকদল আজ পরীক্ষা করে দেখেন জাহাজের কর্মীদের । প্রাথমিক পর্যবেক্ষণে জাহাজের সকলকে কোরোনা সংক্রমণহীন বলে জানিয়েছে ওই চিকিৎসকদলের প্রতিনিধিরা । এরপরই জাহাজটিকে কলকাতায় ঢোকার ছাড়পত্র দেয় কলকাতা পোর্ট ট্রাস্ট । এরপরই কলকাতার দিকে রওনা হয় জাহাজটি । সূত্রের খবর, আগামীকাল জাহাজটি কলকাতায় এসে পৌঁছাবে ।