পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিনা যুবতিকে ছুটি দিল বেলেঘাটা আইডি - Novel Coronavirus

সংক্রমণহীন চিনা যুবতি ৷ মিলেছে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির সবুজ সংকেতও ৷ গতকাল দুপুরেই তাঁকে ছুটি দেয় বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Coronavirus in Kolkata
বেলেঘাটা আইডি হাসপাতাল

By

Published : Jan 29, 2020, 7:59 AM IST

Updated : Jan 29, 2020, 8:55 AM IST

কলকাতা, 29 জানুয়ারি : ছুটি দেওয়া হল করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভরতি চিনা যুবতিকে ৷ 27 জানুয়ারি থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ওই যুবতি ৷ পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে সবুজ সংকেত পাওয়ার পরেই যুবতিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ৷ গতকাল দুপুরেই তাঁকে ছুটি দিয়েছে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ ৷ চিনা দূতাবাসের প্রতিনিধিরা গতকাল তাঁকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন ।

সোমবার বিকেলে বেলেঘাটা আইডি কর্তৃপক্ষ জানিয়েছিল, চিনা যুবতির শরীরে কোরোনা ভাইরাস সংক্রমণের সন্দেহজনক কোনও উপসর্গ খুঁজে পাওয়া যায়নি । তাই কোরোনা ভাইরাস পরীক্ষার জন্য তাঁর সোয়াবের নমুনাও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানোর প্রয়োজন পড়ছে না বলেই জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ।

সোমবারই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান তপন বিশ্বাস বলেছিলেন, "করোনা ভাইরাসের উপসর্গ প্রধানত শ্বাসনালীতে সংক্রমণ, এই রোগীর ক্ষেত্রে এই ধরনের কোনও সংক্রমণ পাওয়া যায়নি । কোরোনা ভাইরাসের কোনও উপসর্গ নেই । সুতরাং, আমরা এটাকে করোনা ভাইরাসের সংক্রমণ ভাবছি না ।"

আরও পড়ুন : করোনায় আক্রান্ত সন্দেহে বেলেঘাটার হাসপাতালে ভরতি চিনা যুবতি

তারপরও যুবতি যে সংক্রমণহীন, তা নিশ্চিত করতে তাঁর কেস ডিটেলস পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয় । সেখান থেকে যদি রোগীর সোয়াবের নমুনা চাওয়া হয়, তাও পাঠানো হবে বলে জানিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷

এরপর গতকাল দুপুরেই বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বলেন, "পুনে থেকে জানানো হয়েছে, এই রোগীর অসুস্থতার বিষয়টি করোনা ভাইরাস সংক্রান্ত কোনও বিষয় নয় । রোগী ভালো আছেন । তাই আজ হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়া হয়েছে ।" তিনি আরও বলেন, "পুনেতে এই রোগীর পুরো কেস হিস্ট্রি পাঠানো হয়েছিল । করোনা ভাইরাসে আক্রান্ত কি না, তা পরীক্ষার জন্য কিছু মাপকাঠি রয়েছে । এই রোগীর উপসর্গগুলি সেই মাপকাঠির মধ্যে পড়ছে না । তাই সোয়াবের নমুনা পাঠাতে হয়নি ।"

বেলেঘাটা আইডি হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ও ভাইস প্রিন্সিপাল (MSVP) আশিস মান্না মঙ্গলবার বলেন, "এই রোগীকে আজ দুপুরের পরে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে । চিনা দূতাবাসের প্রতিনিধিরা হাসপাতাল থেকে তাঁকে নিয়ে গেছেন ।" জ্বর এবং শরীরে ব়্যাশ নিয়ে ওই যুবতি রবিবার রাত থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন ।

Last Updated : Jan 29, 2020, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details