কলকাতা, 29 জুলাই : হাজার গুরু দায়িত্ব সামলে 58 বছর বয়সে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । উন্নয়নমূলক অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ কলেন তিনি ।
হরিকৃষ্ণ দ্বিবেদীর গবেষণাপত্রের নাম ছিল "মেজরমেন্ট অফ ফিজ়িক্যাল অ্যান্ড ডেট সাস্টেনেবিলিটি অফ ইন্ডিয়ান স্টেটস: অ্যান অল্টারনেটিভ অ্যাপ্রোচ । অধ্যাপক অচিন চক্রবর্তীর তত্ত্বাবধানে পিএইচডি সম্পূর্ণ করেছেন তিনি । 23 জুলাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর হাতে ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয় ।