কলকাতা, 7 সেপ্টেম্বর : রাজ্যের সব জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্য়মে এই বৈঠক করেন মুখ্য়সচিব ৷ নবান্ন সূত্রে খবর, করোনার তৃতীয় ঢেউ নিয়ে আলোচনার জন্য এই জরুরিকালীন বৈঠক ডেকেছেন মুখ্যসচিব ৷ জানা গিয়েছে, এ রাজ্যে করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দেশের অন্যান্য রাজ্যে ইতিমধ্যে থাবা বসাতে শুরু করেছে করোনার ডেল্টা প্লাস স্ট্রেন ৷ এই অবস্থায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আলোচনার জন্য রাজ্যের মুখ্য়সচিব জেলাশাসকদের নিয়ে জরুরি এই বৈঠক ডেকেছেন ৷
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ৷ যে সংক্রমণ আরও বেশি বাড়তে শুরু করে সাধারণ মানুষের চূড়ান্ত অসতর্কতার কারণে ৷ এই পরিস্থিতিতে অক্টোবর মাস থেকে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আইসিএমআর ৷ যার প্রভাব কিছুটা হলেও বেশ কয়েকটি রাজ্যে দেখা যাচ্ছে ৷ যেখানে করোনার ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণ বাড়তে শুরু করেছে ৷ এই পরিস্থিতিতে রাজ্যে সাধারণ মানুষের মধ্যে ফের একবার চূড়ান্ত অসতর্কতা দেখা যাচ্ছে ৷ যা চিন্তা বাড়াচ্ছে নবান্নের ৷ ফলে সাধারণ মানুষকে সচেতন করতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা নিয়ে আলোচনা করতে সব জেলার জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷
আরও পড়ুন : Mamata Banerjee : করোনাকোলে কীভাবে পুজো, উদ্যোক্তাদের সঙ্গে আজ বৈঠকে মমতা, থাকছে না ভবানীপুরের ক্লাবগুলি