পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CS DMs Meeting at Nabanna : সরকারি প্রকল্প নিয়ে মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠক মুখ্যসচিবের - Chief Secretary and district magistrates meeting on Tuesday

দীর্ঘদিন থমকে থাকা সরকারি প্রকল্পগুলি নিয়ে মঙ্গলবার জেলা শাসকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যসচিব (CS DMs Meeting at Nabanna)৷ অতি সম্প্রতি পুরুলিয়া এবং বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন সরকারি প্রকল্পগুলি ফেলে রাখা নিয়ে সরব হয় ৷

Chief Secretary and district magistrates meeting on Tuesday
Nabanna

By

Published : Jun 5, 2022, 8:20 PM IST

কলকাতা, 5 জুন : সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে জেলা সফরে গিয়ে বছরের পর বছর পড়ে থাকা প্রকল্পগুলির স্টেটাস রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে । বছরের পর বছর কোনও প্রকল্প রূপায়ণ না করে ফেলে রাখলে শুধুমাত্র যে সাধারণ মানুষ ওই প্রকল্প প্রাপ্তির থেকে বঞ্চিত হন তাই নয়, সরকারের খরচ ও বহুগুণ বেড়ে যায় । আর সে কারণেই স্টেটাস রিপোর্ট ধরে ধরে শিলান্যাস হওয়া বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে এবার বসছে নবান্ন । বসছেন খোদ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।

আগামী মঙ্গলবার সচিব ও জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব (Chief Secretary and district magistrates meeting on Tuesday)। মূলত, এই বৈঠকে খতিয়ে দেখা হবে যেসব প্রকল্পের কাজ শুরু হয়েও এখনও শেষ করা যায়নি, সেগুলির কাজ শেষ না হওয়ার কারণ কি ! এমনিতেই টানা দু'বছরের করোনায় সরকারি কোষাগারের অবস্থা তথৈবচ । জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাখতে গিয়ে আয়ের বেশিরভাগ অর্থ খরচ করতে হচ্ছে । এই অবস্থায় সরকারি অর্থের অপচয় কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । আর তাই মঙ্গলবারের বৈঠকে প্রতিটি জেলায় এই ধরনের প্রকল্পের বাস্তব অবস্থা কী, তার পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন :Nabanna transfer Purulia DM : মুখ্যমন্ত্রীর সফরের পরই বদলি পুরুলিয়ার জেলাশাসক

এখানেই শেষ নয় ৷ জানা গিয়েছে, বৈঠকে কেন এই প্রকল্পগুলি রূপায়নের দীর্ঘসূত্রিতা করা হচ্ছে, তার জবাব দিহি চাওয়া হবে জেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত দফতরের কাছ থেকে । অতি সম্প্রতি পুরুলিয়া এবং বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন সরকারি প্রকল্পগুলি ফেলে রাখা নিয়ে সরব হতে দেখা যায় ৷ এরপরই নবান্নের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে । বছর ঘুরতেই পঞ্চায়েত নির্বাচন । এক্ষেত্রে সরকার চাইছে, পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে দীর্ঘদিন ধরে থমকে থাকা সরকারি প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ করতে । এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, আসন্ন বাদল অধিবেশনের আগেই এই থমকে থাকা প্রকল্পগুলির স্টেটাস রিপোর্ট সামগ্রিকভাবে তাঁর হাতে জমা দিতে । আর সে কারণেই এই তৎপরতা শুরু হয়েছে নবান্নে ।

ABOUT THE AUTHOR

...view details