কলকাতা, 5 জুন : সাম্প্রতিক সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে জেলা সফরে গিয়ে বছরের পর বছর পড়ে থাকা প্রকল্পগুলির স্টেটাস রিপোর্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে । বছরের পর বছর কোনও প্রকল্প রূপায়ণ না করে ফেলে রাখলে শুধুমাত্র যে সাধারণ মানুষ ওই প্রকল্প প্রাপ্তির থেকে বঞ্চিত হন তাই নয়, সরকারের খরচ ও বহুগুণ বেড়ে যায় । আর সে কারণেই স্টেটাস রিপোর্ট ধরে ধরে শিলান্যাস হওয়া বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে এবার বসছে নবান্ন । বসছেন খোদ রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।
আগামী মঙ্গলবার সচিব ও জেলাশাসকের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব (Chief Secretary and district magistrates meeting on Tuesday)। মূলত, এই বৈঠকে খতিয়ে দেখা হবে যেসব প্রকল্পের কাজ শুরু হয়েও এখনও শেষ করা যায়নি, সেগুলির কাজ শেষ না হওয়ার কারণ কি ! এমনিতেই টানা দু'বছরের করোনায় সরকারি কোষাগারের অবস্থা তথৈবচ । জনকল্যাণমুখী প্রকল্পগুলিকে বাঁচিয়ে রাখতে গিয়ে আয়ের বেশিরভাগ অর্থ খরচ করতে হচ্ছে । এই অবস্থায় সরকারি অর্থের অপচয় কোনভাবেই বরদাস্ত করা হবে না বলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী । আর তাই মঙ্গলবারের বৈঠকে প্রতিটি জেলায় এই ধরনের প্রকল্পের বাস্তব অবস্থা কী, তার পূর্ণাঙ্গ তথ্য চেয়ে পাঠানো হয়েছে ।