পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

উপহার নিয়ে রাজভবনে মুখ্যসচিব, রাজ্যপালের সঙ্গে একঘণ্টা বৈঠক - আলাপন বন্দ্যোপাধ্যায়

কয়েকদিন আগে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী ৷ তারপর বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ দুজনের প্রায় এক ঘণ্টা বৈঠক হয় ৷

Chief Secretary meets governor
রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যসচিব

By

Published : Jan 15, 2021, 7:08 AM IST

কলকাতা, 15 জনুয়ারি : বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের জন্য উপহার সঙ্গে নিয়ে গিয়েছিলেন মুখ্যসচিব। প্রায় 1 ঘণ্টা বৈঠক হয় দু'জনের। তবে দুজনের মধ্যে কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনেনি রাজভবন। সূত্রের খবর, রাজ্যের সম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে দুজনের।

জগদীপ ধনকড় রাজ্যপাল হয়ে আসার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের সঙ্গে সংঘাত অব্যাহত। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বারবার রাজ্যপাল তলব করলেও রাজভবনমুখো হননি তাঁরা। তবে বিধানসভা নির্বাচনের আগে দু'তরফের মধ্যে বরফ কিছুটা গলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ সম্প্রতি রাজভবনে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন :অন্যের বউকে বন্ধু বলে 24 ঘণ্টা ঘরে রেখে দিয়েছে শোভন, আক্রমণ কুণালের

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী রাজভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক করতে যান। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জগদীপ ধনকড়ের বৈঠকের পর থেকে বন্ধ রয়েছে টুইট যুদ্ধ। বৃহস্পতিবার রাজভবন যান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, রাজ্যপালের জন্য বিশ্ববাংলা লোগো আঁকা ব্যাগে করে উপহার নিয়ে যান মুখ্যসচিব। তবে দুজনের মধ্যে এক ঘণ্টার বৈঠকে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি। বৈঠকের বিষয়বস্তু সামনে না এলেও রাজ্যপাল দুজনের একান্ত সাক্ষাৎকারের ছবি টুইটের মাধ্যমে তুলে ধরেছেন।

ABOUT THE AUTHOR

...view details