কলকাতা, 18 নভেম্বর : ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে নেতাজির জন্মদিনকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন। এর আগেও এমন দাবি তুলেছেন তিনি। ফরওয়ার্ড ব্লক দীর্ঘদিন ধরেই এই দাবি তুলে আসছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কেন্দ্রীয় সরকার এবিষয়ে সদর্থক পদক্ষেপ নেয়নি। সেই বিষয়টি উল্লেখ করে চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে রয়েছেন। গোটা দেশবাসীর কাছে তিনি প্রণম্য ব্যক্তি। 2022 সালে তাঁর 125তম জন্মবার্ষিকী পালন করা হবে। তার আগে আমরা আরও একবার তাঁর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি।"
নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর - ধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর চিঠি
ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি করেছেন।
এর আগে 2018 সালে স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে চিঠি লিখেছিলেন তিনি। লিখেছিলেন, “ স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু জাতীয় এবং আন্তর্জাতিক আইকন। তাঁদের জন্মদিনকে জাতীয় দিবস ঘোষণা করা হোক।"
নেতাজির জন্মদিনে আগেই ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। এমনকী ঝাড়খণ্ড সরকারও তাঁর জন্মদিনকে ছুটি হিসেবে ঘোষণা করেছে। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, "নেতাজিকে দেশে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মর্যাদা দিতে চায় সরকার।" 21 অক্টোবর দিনটিকে জাতীয় স্তরে আজাদ হিন্দ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয় কেন্দ্রীয় সরকার। আজ মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন তাতে সেসবের উল্লেখ রয়েছে। এমনকী তিনি উল্লেখ করেছেন নেতাজির যে সমস্ত গোপন ফাইল ছিল তার অনেকটাই প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের হাতেও যে সমস্ত ফাইল ছিল সেগুলি প্রকাশ্যে আনা হয়েছে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে কি না সেটাই এখন দেখার।