কলকাতা, 19 এপ্রিল : করোনার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সোমবার রাজ্য়ের করোনা পরিস্থিতি নিয়ে দুটি টুইট করেন তিনি ৷ তাতে মমতা জানান, রাজ্যবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ করছে তাঁর সরকার ৷ এমনকী, এ নিয়ে তিনি যে প্রধানমন্ত্রীর কাছেও সহযোগিতা প্রার্থনা করেছেন, তাও জানিয়েছেন মমতা ৷ প্রধানমন্ত্রীর কাছে অতিরিক্ত ওষুধ ও প্রয়োজন মাফিক করোনার টিকা চেয়ে পাঠিয়েছেন তিনি ৷
এর পাশাপাশি, করোনার সঙ্গে মোকাবিলা করতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে জরুরি যাবতীয় ব্য়বস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আজ (19 এপ্রিল) দুপুর দু’টোয় একটি সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যসচিব আলাপন বন্দ্য়োপাধ্য়ায়-সহ অন্য উচ্চপদস্থ কর্তারা ৷ সেখানেই করোনা প্রতিরোধে রাজ্য সরকার কী কী ব্য়বস্থা নিচ্ছে, তা জানাবেন তাঁরা ৷