কলকাতা, 5 অগস্ট : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সম্পূর্ণভাবে ‘ম্যান মেড বন্যা’ (Man made flood) ৷ ডিভিসি (DVC) ইচ্ছামতো জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নস্যাৎ করে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘ডিভিসি নিয়ে অসত্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী । বন্যা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা । এ নিয়ে প্রধানমন্ত্রীকে আমি চিঠি লিখব ৷’’
এদিন বিজেপির হেস্টিংস এর দফতর থেকে ‘স্বাস্থ্য স্বেচ্ছাসেবক’ অভিযানের সূচনা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, ‘‘মুখ্যমন্ত্রী অসত্য কথায় 1 নম্বর ৷ আমরা বারে বারে বলেছি, খাতা, হাঁড়ি, কলসী বিতরণ, হোর্ডিংয়ে অনুপ্রেরণায় নিজের নাম টাঙানো ৷ বৈকালিক সাংবাদিক সম্মেলনে বড় বড় কথা বলা ছাড়া এই মুখ্যমন্ত্রীর আর কোনও কাজ নেই ।’’ নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, ‘‘ডিভিসি’র নামে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী ৷ আমি নিজেও এক সময় সেচমন্ত্রী ছিলাম ৷ ডিভিসি মনিটারিং সেলের সদস্য সেচ দফতরের সচিব ৷ গত 27 জুলাই ডিভিসি রাজ্যকে সতর্ক করেছিল ৷ বিডিও, জেলাশাসক, সেচ দফতর এতদিন কী করছিল ? চন্দ্রকোণা, দাসপুর, উদয়নারায়ণপুর, আমতা কোথাও মাইকিং করেছে ? ডিভিসির বাঁধ সংস্কার হয় না, উনি জানলেন কী করে ? উনি কি বিশেষজ্ঞ ?’’
আরও পড়ুন : Udaynarayanpur and Amta : উদয়নারায়ণপুর ও আমতায় জলযন্ত্রণা, জলে ডুবে মৃত কিশোরী