পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

suvendu adhikari : ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু - ডিভিসি মনিটারিং সেল

বিজেপির হেস্টিংস দফতরে আজ ‘স্বাস্থ্য স্বেচ্ছাসেবক’ অভিযানের সূচনা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই ডিভিসির পলি পরিষ্কার না করা নিয়ে মুখ্যমন্ত্রী যে অভিযোগ প্রধানমন্ত্রীর কাছে করেছেন, তা মিথ্যে বলে দাবি করেন শুভেন্দু ৷ জানান, তিনি এর পাল্টা প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন ৷

Chief Minister Mamata Banerjee is lying about DVC Suvendu Adhikari write a letter to Prime Minister Narendra Modi
ডিভিসি নিয়ে অসত্য বলছেন মুখ্যমন্ত্রী, পাল্টা চিঠি দিচ্ছি প্রধানমন্ত্রীকে : শুভেন্দু

By

Published : Aug 5, 2021, 10:32 PM IST

কলকাতা, 5 অগস্ট : রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ৷ জানিয়েছেন, রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা সম্পূর্ণভাবে ‘ম্যান মেড বন্যা’ (Man made flood) ৷ ডিভিসি (DVC) ইচ্ছামতো জল ছাড়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সেই অভিযোগ নস্যাৎ করে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) পাল্টা অভিযোগ করে বলেন, ‘‘ডিভিসি নিয়ে অসত্য কথা বলেছেন মুখ্যমন্ত্রী । বন্যা পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রীর ব্যর্থতা । এ নিয়ে প্রধানমন্ত্রীকে আমি চিঠি লিখব ৷’’

এদিন বিজেপির হেস্টিংস এর দফতর থেকে ‘স্বাস্থ্য স্বেচ্ছাসেবক’ অভিযানের সূচনা করেন শুভেন্দু অধিকারী ৷ সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি । রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, ‘‘মুখ্যমন্ত্রী অসত্য কথায় 1 নম্বর ৷ আমরা বারে বারে বলেছি, খাতা, হাঁড়ি, কলসী বিতরণ, হোর্ডিংয়ে অনুপ্রেরণায় নিজের নাম টাঙানো ৷ বৈকালিক সাংবাদিক সম্মেলনে বড় বড় কথা বলা ছাড়া এই মুখ্যমন্ত্রীর আর কোনও কাজ নেই ।’’ নন্দীগ্রামের বিধায়কের আরও অভিযোগ, ‘‘ডিভিসি’র নামে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী ৷ আমি নিজেও এক সময় সেচমন্ত্রী ছিলাম ৷ ডিভিসি মনিটারিং সেলের সদস্য সেচ দফতরের সচিব ৷ গত 27 জুলাই ডিভিসি রাজ্যকে সতর্ক করেছিল ৷ বিডিও, জেলাশাসক, সেচ দফতর এতদিন কী করছিল ? চন্দ্রকোণা, দাসপুর, উদয়নারায়ণপুর, আমতা কোথাও মাইকিং করেছে ? ডিভিসির বাঁধ সংস্কার হয় না, উনি জানলেন কী করে ? উনি কি বিশেষজ্ঞ ?’’

আরও পড়ুন : Udaynarayanpur and Amta : উদয়নারায়ণপুর ও আমতায় জলযন্ত্রণা, জলে ডুবে মৃত কিশোরী

এদিন শুভেন্দু জানান, নিম্ন দামোদর সংস্কারের জন্য বিশ্বব্যাঙ্ক টাকা দিয়েছে ৷ কিন্তু, সেই কাজ এতো ধীর গতিতে হচ্ছে কেন ? প্রশ্ন শুভেন্দুর ৷ তাঁর অভিযোগ নিম্ন দামোদর ভাসছে । আসলে নিজের ব্যর্থতা ঢাকতেই ডিভিসি’র নামে মিথ্যা অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী ৷ এদিন তিনি প্রধানমন্ত্রীকে লেখা মমতার চিঠির প্রসঙ্গে বলেন, ‘‘এটা ওঁর পুরনো অভ্যাস । নিজে তো লেখেন না, কাউকে দিয়ে লেখান । আমিও প্রধানমন্ত্রীকে চিঠি লিখছি, জানাচ্ছি বাংলায় বন্যা পরিস্থিতি মুখ্যমন্ত্রীর ব্যর্থতার জন্যই ৷ ওঁর দুয়ারে নর্দমা প্রকল্পের জন্য জলবন্দি কলকাতা, সল্টলেক ৷’’

আরও পড়ুন : PM on WB Flood : রাজ্যে বন্যায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

এদিন শুভেন্দু অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 9 লক্ষ ভ্যাকসিন নষ্ট করেছেন ৷ তাঁর দলের সাংসদ ভুয়ো ভ্যাকসিন নিয়েছেন । তিনি আরও অভিযোগ করেছেন, ‘‘ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে । বিজেপি কর্মী ও তাঁদের পরিজনদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে না । করোনার পরীক্ষাও করা হচ্ছে না ৷ যাঁরা কোভিড আক্রান্ত হচ্ছেন, তাঁদের পরিবারের সদস্যদের কোভিড পরীক্ষা হচ্ছে না । আমাদের স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের কাজ হবে, এঁদের কোভিড পরীক্ষার ব্যবস্থা নাইসেড বা কেন্দ্রীয় আরও যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে করা । আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ও জনশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শিখাওয়াতকে অনুরোধ করেছি, রাজ্যে যেসব কেন্দ্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেমন রেলের হাসপাতাল, ইএসআই সেখানে কেন্দ্র থেকে কোভিড টিকা পাঠানো হোক । যাতে সেখানে বিজেপি কর্মী, তাঁদের পরিজন, সাধারণ মানুষ যাঁরা টিকা পাচ্ছেন না, তাঁদের টিকা দেওয়া যায় ৷’’

ABOUT THE AUTHOR

...view details