পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

তিন দফতরের কাজে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নিশানায় কি দলবদলু প্রাক্তন মন্ত্রীরা ! - ম্যানগ্রোভ

এদিন নবান্নে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে বলেন, এত টাকা খরচ করে বাঁধ তৈরি করা হল, আর সব ভেঙে গেল? হয় কী করে? পাশাপাশি বন ও পরিবেশ দফতরের আধিকারিকদেরও বিঁধেছেন তিনি ৷ বলেন, কোটি কোটি টাকা খরচ করে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল । সেই ম্যানগ্রোভের কী হল ?

Chief Minister mamata banerjee is angry with work of the three departments of west bengal government
তিন দফতরের কাজে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, নিশানায় কি দলবদলু প্রাক্তন মন্ত্রীরা !

By

Published : May 27, 2021, 7:53 PM IST

কলকাতা, 27 মে : যশের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলার বিস্তীর্ণ অঞ্চল । ভেঙে পড়েছে বহু কাঁচা-পাকা বাড়ি । ভেঙে গিয়েছে অসংখ্য বাঁধ । আমফানের পরেও একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উপকূলবর্তী অঞ্চল । কিন্তু আমফানের পর যে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল সেই গাছ কোথায় গেল? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মোট 134টি বাঁধ ভেঙেছে বলে এদিন নবান্ন থেকে জানান মুখ্যমন্ত্রী । কী করে এত বাঁধ ভাঙল ? প্রশ্ন তুললেন খোদ মুখ্যমন্ত্রী ৷

এদিন নবান্নে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভের সঙ্গে বলেন, এত টাকা খরচ করে বাঁধ তৈরি করা হল, আর সব ভেঙে গেল? হয় কী করে? পাশাপাশি বন ও পরিবেশ দফতরের আধিকারিকদেরও বিঁধেছেন তিনি ৷ বলেন, কোটি কোটি টাকা খরচ করে ম্যানগ্রোভ লাগানোর কথা ছিল । সেই ম্যানগ্রোভের কী হল ?

প্রসঙ্গত, ভোটের আগে দলত্যাগ করার আগে পর্যন্ত পরিবেশ ও বন দফতরের দায়িত্বে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । তিনি 2020 সালের আগে রাজ্য়ের সেচমন্ত্রীও ছিলেন । রাজীবকে বনমন্ত্রী করার সময় শুভেন্দুকে সেচমন্ত্রী করা হয় । নতুন সরকার এসেছে মাত্র কয়েকদিন হল । স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর নিশানায় যে দুই দলত্যাগী, তা বোঝাই যাচ্ছে । তিনি বলেন, ‘‘সব বাঁধ ভাঙে কী করে? বিদ্যাধরী নদীর বাঁধ পুরোটাই ভেঙে গিয়েছে । আমফানের পরেও টাকা দেওয়া হয়েছে । তবে কি সমস্ত টাকাই জলে যাচ্ছে ?’’ এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা ।

আরও পড়ুন : আগামীকাল কলাইকুন্ডায় মুখ্য়মন্ত্রীর সঙ্গে যশের ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর

বাঁধ ভেঙে যাওয়ায় বহু গ্রামে জল ঢুকে ভিটেমাটি ছাড়া হয়েছেন লক্ষাধিক মানুষ ৷ তাঁদের ইতিমধ্যে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে ৷ অভিযোগ উঠেছে সেই ত্রাণ নিয়েও বেশ কিছু জায়গায় গোলমাল হয়েছে ৷ তবে, মুখ্যমন্ত্রী মনে করছেন, এত কিছু হত না, যদি নতুন করে তৈরি করা বাঁধগুলি ভেঙে না যেত ৷ প্রাথমিকভাবে রাজ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 15 হাজার কোটি টাকা বলে এদিন নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details