কলকাতা, 31 জুলাই : "কলকাতা লন্ডনের বদলে ভেনিস হয়ে গেছে । মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন এখানে সব ভেসে গেল । কলকাতার প্রাক্তন মেয়র জেলে না থাকলেও কলকাতাকে বাঁচাতে পারলেন না । অন্যকে দোষ না দিয়ে কিছু করে দেখানো দরকার ।" শনিবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷
উপনির্বাচন হওয়া উচিত এবং যথাসময়ে উপনির্বাচন হবে বলেও আশাবাদী তিনি । যদিও এই বিষয়ে ভিন্নমত পোষণ করেন বিজেপির বিধানসভার নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ৷ গতকাল শুভেন্দু বলেন, রাজ্যে টিকাকরণ সম্পূর্ণ হলে নির্বাচন হোক । দিলীপ ঘোষ উপনির্বাচন হওয়ার পক্ষে মত দিয়েও বললেন, "মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকার জন্য উপনির্বাচন চাইছেন । রাজ্যে যদি সব স্বাভাবিক হয় তাহলে বিধিনিষেধ কেন তুলছেন না । পৌরসভা নির্বাচন কেন করাচ্ছেন না !"