কলকাতা, 11 ফেব্রুয়ারি : আলিপুরদুয়ারে গণবিবাহের ব্যানারকে সামনে রেখে জোর করে একটি হিন্দুত্ববাদী সংগঠন ধর্মান্তরিত করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ ওঠে । স্থানীয় বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, "আমরা সব বিষয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়ে থাকি । মুখ্যমন্ত্রী বিষয়টি জানেন । যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হচ্ছে । পশ্চিমবঙ্গে এরকম কাজ করতে দেওয়া যাবে না ।"
গণবিবাহের নামে ধর্মান্তরিত করা হচ্ছিল আলিপুরদুয়ারে, মুখ্যমন্ত্রী জানেন : সৌরভ
রাজ্যে এরকম কাজ করতে দেওয়া হবে না । আলিপুরদুয়ারে গণবিবাহের নামে জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী ।
আলিপুরদুয়ারে একটি হিন্দুত্ববাদী সংগঠন গণবিবাহের নামে জোর করে ধর্মান্তরিত করছে বলে জানতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । বিষয়টিকে কেন্দ্র করে ঘনিষ্ঠ মহলে নাকি ক্ষোভপ্রকাশও করেন । সূত্রের খবর, এরকম ঘটনা যাতে না ঘটে তার জন্য স্থানীয় বিধায়ককে নজর রাখতে পরামর্শ দিয়েছিলেন তিনি ।
এই প্রসঙ্গে আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী ETV ভারতকে বলেন, "NRC ও CAA-র পরে BJP সামাজিকভাবে ঢুকতে পারছে না । মানুষ প্রচণ্ড ক্ষেপে আছে । যেহেতু ঢুকতে পারছে না, সেই কারণে অসম ও ঝাড়খণ্ড থেকে লোক ঢুকিয়ে, টাকা দিয়ে কিছু সংগঠন তৈরি করে গণবিবাহের নামে ওরা একটা রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে । আদিবাসীদের তরফে জেলা পুলিশ-প্রশাসনের কাছে অভিযোগ আসে৷ এভাবে জোর করে ধর্মান্তরিত করার বিপক্ষে তাঁরা ৷ এটা আদিবাসীদের কাছে অপমান । এরপরই পুলিশ-প্রশাসন পদক্ষেপ করে ।"