কলকাতা, 1 জানুয়ারি : রাজ্যে করোনা পরিস্থিতির ব্যাপক অবনতি ৷ তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে আগামী 3 জানুয়ারি থেকে কলকাতা হাইকোর্ট-সহ রাজ্যের সমস্ত আদালতে সশরীরে শুনানি বন্ধ রাখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Chief Justice of Calcutta High Court directs to suspend physical hearings in all state courts due to Omicron scare)। শনিবার কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।
কর্মচারীদের উপস্থিতির ব্যাপারে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট কর্মচারীর দুই-তৃতীয়াংশের উপস্থিতিতে চলবে আদালতের সমস্ত কাজকর্ম। সেখানে সকল কর্মচারীদের সম্পূর্ণ টিকাকরণের বিষয়টি আবশ্যিক। একইসঙ্গে প্রত্যেক কর্মচারীকে সকলপ্রকার করোনা-বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।