পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC On Rampurhat Case: রামপুরহাটের ঘটনায় মামলার অনুমতি দিলেন প্রধান বিচারপতি - রামপুরহাটের ঘটনায় মামলার অনুমতি দিল প্রধান বিচারপতি

রামপুরহাটের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (HC On Rampurhat Case) ৷ এই ঘটনায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি ৷

HC On Rampurhat Case
রামপুরহাটের ঘটনায় মামলার অনুমতি দিল প্রধান বিচারপতি

By

Published : Mar 22, 2022, 4:15 PM IST

কলকাতা, 22 মার্চ: রামপুরহাটের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি (HC On Rampurhat Case)। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে । আদালতের বক্তব্য মামলা স্বতঃপ্রণোদিত হবে কিনা সেটা পরে বিবেচনা করা যাবে । তবে দেওয়া হল মামলা দায়ের করার অনুমতি ।

আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "উপপ্রধান ভাদু শেখের মৃত্যুর পরই সোমবার রাতে ঘরে শেকল আটকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল । এই ঘটনা গণহত্যা ছাড়া আর কিছুই না । ঘটনার প্রকৃত কারণ প্রকাশ্যে আসার আগেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বিবৃতি দিয়ে জানিয়েছেন, শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে । সিআইডি যতই তদন্ত করুক তারা কী তদন্ত করবে তা আমাদের জানা আছে । নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার । এই রাজ্যে শাসকের আইন চলছে আইনের শাসন নেই । "

আরও পড়ুন: পঞ্চায়েত উপপ্রধানের মৃত্যুর প্রতিবাদে বগটুই গ্রামে জ্বলল বাড়ি, মৃত কমপক্ষে 12

মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন । সোমবার সন্ধেয় রামপুরহাটের বড়শালে উপপ্রধানকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় । ঘটনায় মৃত্যু হয় বড়শাল গ্রামের তৃণমূল নেতা ভাদু শেখের । তিনি রামপুরহাট-1 নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন । এই ঘটনার পরেই প্রায় ১০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় । বেসরকারি মতে ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 12 জন । যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু । এই ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্তভার হাতে নিয়েছে ।

রামপুরহাটের ঘটনায় আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের হল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের আবেদন, গোটা ঘটনার তদন্তভার দেওয়া হোক সিবিআই ও এনআইএ-এর হাতে। মৃতদের পরিবারকে দেওয়া হোক আর্থিক সাহায্যও।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details