পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Tathagata Roy attacks BJP: বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার, কেমোথেরাপি প্রয়োজন: তথাগত - তথাগত রায়ের টুইট

বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরে গিয়েছে ৷ এ বার কেমোথেরাপি প্রয়োজন (Tathagata Roy tweet)৷ ফের টুইট-বাণ ছুড়লেন তথাগত রায় (Tathagata Roy attacks BJP)৷

Chemotherapy needed as cancer spreads in BJP: Tathagata Roy
বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার, কেমোথেরাপি প্রয়োজন: তথাগত

By

Published : May 3, 2022, 1:09 PM IST

কলকাতা, 3 মে: বিজেপির মজ্জায় মজ্জায় ক্যানসার ধরেছে (Chemotherapy needed as cancer spreads in BJP)৷ ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি প্রয়োজন ৷ টুইটে ফের বঙ্গ বিজেপির প্রতি খড়্গহস্ত প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy attacks BJP)৷ বরাবরের মতো এ বারেও তাঁর নিশানায় রয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ৷

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে ধারাবাহিক ভাবে টুইটারে বঙ্গ বিজেপির প্রতি বিষোগ্দার করে গিয়েছেন তথাগত রায় (Tathagata Roy tweet)৷ কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ, একে একে তাঁর নিশানায় পড়েছেন গেরুয়া শিবিরের একাধিক শীর্ষ নেতা ৷ প্রকাশ্যে দলবিরোধী মন্তব্যের জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের কাছে তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে বারবার ৷ তবে তাতে তিনি নিজের অবস্থান থেকে সরে আসেননি ৷ সেই ধারা অব্যাহত রেখে ফের বিজেপিকে একহাত নিলেন তথাগত রায় ৷ এক কর্মীর টুইটের জবাব দিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয় ও বিজেপিকে ফের তুলোধোনা করেন তিনি ৷

টুইটে বিজেপি নেতা লেখেন, "ভয়াবহ অবস্থায় ভয়াবহ পদক্ষেপ নিতে হয় ৷ যে প্রাণীটির ছবি আমি দিয়েছি সে এবং তার চতুষ্টয় যে কি করে দলের সর্বনাশ করেছে সেটা জানলে তুমি এ সব বলতে না।" কৈলাস বিজবর্গীয়কে সরাসরি নিশানা করে তথাগত বলেন, "আমি এ সব প্রকাশ্যে বলেছি বলেই সে ভেগেছে, না বললে এখনো দলের মাথায় বসে থাকত । দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না । এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভালো বোঝ কর, আশীর্বাদ রইল ।"

আরও পড়ুন:Tathagata Roy on BJP Defeat : "ফাটা ডিমে আর তা দিয়ে কী ফল পাবে ?", বিজেপির 'চিন্তন বৈঠক'-এর আগে তোপ তথাগতর

এর আগে, সোমবারই আরও এক টুইটে বিজেপিকে কটাক্ষ করেন তথাগত রায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার বর্ষপূর্তির দিনটিকে ভোট পরবর্তী হিংসার বর্ষপূর্তি হিসেবে পালন করেছে বিজেপি ৷ তবে তথাগত রায়ের ভাষায় এই দিনটি হল, পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার প্রথম বর্ষপূর্তি ৷ তিনি টুইটে লেখেন, "আজ পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক আত্মহত্যার এক বছর ৷ যে হাজার হাজার কর্মী গত শতাব্দী ধরে দলকে গঠনের চেষ্টায় ব্যস্ত থেকেছেন, তাঁদের শোক ভাগ করে নিচ্ছি ৷" এই পোস্টের সঙ্গেই কৈলাস বিজয়বর্গীয়র একটি ছবি শেয়ার করে তথাগত লেখেন, "এই বিপর্যয়ের জন্য এই প্রাণীটিকে ও তাঁর সঙ্গীসাথীদের কোনও ধন্যবাদ দেব না ৷"

আরও পড়ুন:Tathagata Attacks BJP : বঙ্গ বিজেপি নিজেদের ‘মৃত্যুর’ দিকে নিয়ে যাচ্ছে, ফের টুইটে বিস্ফোরক তথাগত

ABOUT THE AUTHOR

...view details