কলকাতা, 22 মার্চ : হৃদযন্ত্রে এখন তেমন সমস্যা দেখতে পাচ্ছেন না চিকিৎসকরা। তবে, রক্তচাপ কখনও বাড়ছে, কখনও কমছে। এর জেরে, হাসপাতাল থেকে এখনই ছুটি দেওয়া হচ্ছে না ছত্রধর মাহাতকে। রক্তে শর্করার মাত্রা এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির এই নেতাকে হাসপাতালে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।
কয়েকদিন ধরে SSKM হাসপাতালে ছত্রধর মাহাতর চিকিৎসা চলছে। বুকে-মাথায় যন্ত্রণা, পেটে ব্যথা, মাথা ঘোরা, ঘুম না হওয়া, এই ধরনের বিভিন্ন সমস্যার কারণে হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরে তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁকে হাসপাতালের উডবার্ন ব্লকে রাখা হয়েছিল। কিন্তু নতুন করে বুকে যন্ত্রণা শুরু হওয়ায় ছত্রধরকে ICCU-তে স্থানান্তরিত করা হয়। আজ তাঁর শারীরিক অবস্থার বিষয়ে পর্যালোচনা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা।