কলকাতা, 29 মে:শুরু হয়েছে রূপান্তর । একদম তৃণমূল স্তর থেকে । বদলে যাবে শাসক দল । ব্লক স্তর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বদল আসন্ন (TMC leadership in Block level)। ইতিমধ্যেই জেলা এবং বিধায়কদের তরফ থেকে ব্লক নেতাদের নাম জমা পড়েছে তৃণমূল ভবনে । কিন্তু নয়া নেতা নির্বাচনে বাহুবলী বা বিতর্কিত মুখ চায় না রাজ্যের শাসক দল । তাই শুদ্ধিকরণের প্রথম ধাপ হিসেবে মানুষের তথা মাটির কাছাকাছি থাকা নেতাদের বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল ভবন ।
কোনও নেতার সুপারিশ নয়, বরং নেতা নির্বাচন করা হচ্ছে বাস্তব জনমতের ভিত্তিতে । ব্লকস্তরের নেতাদের খুঁটিনাটি জানতে সমীক্ষা করা হচ্ছে । সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই সমীক্ষা । ভাল কাজ করলে ও জনদরদী হলে তবেই মিলবে কমিটিতে থাকার সুযোগ । জোড়াফুল শিবিরের যুবরাজের নির্দেশ এমনটাই । বিস্তারিত সমীক্ষার রিপোর্ট জমা পড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে । তারপর ব্লক স্তরের নেতাদের বেছে নেবেন তিনিই ।
তৃণমূল সূত্রের খবর, ব্লক স্তরের নেতা কারা হবেন, প্রাথমিক ভাবে তার স্ক্রিনিং করেছেন এলাকার বিধায়ক ও সাংসদরাই । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গত কুড়ি মে থেকে ধাপে ধাপে এই কমিটি নির্বাচনের কাজ শুরু হয়েছে । সামনে পঞ্চায়েত নির্বাচন (panchayat election in Bengal)৷ তাই পঞ্চায়েতের আগে একদম নিচুস্তরের সংগঠনে আমূল বদল আনতে চলেছে দল । সেখানে দুর্নীতির সঙ্গে যোগ নেই এমন নেতাদেরই অগ্রাধিকার দেওয়া হচ্ছে ।