পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Chandrima Bhattacharya : কাল প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ, ইতিহাসের পথে চন্দ্রিমা ভট্টাচার্য - Chandrima Bhattacharya in her way to present the budget as first Female MoS of Finance

সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee gets Finance Department in Mamata Govt) ৷ রাজ্যের মহিলা অর্থমন্ত্রী হিসেবে আগামিকাল প্রথম বাজেট পেশ করতে চলেছেন তিনি ।

Chandrima Bhattacharya
ইতিহাসের পথে চন্দ্রিমা ভট্টাচার্য

By

Published : Mar 10, 2022, 9:40 PM IST

কলকাতা, 10 মার্চ : রাজ্য রাজনীতিতে মহিলাদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে আগেই। হাইকোর্টের প্রধান বিচারপতির আসনেও বসেছেন মহিলা । এবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে আগামিকাল প্রথম রাজ্যে বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya in her way to create history ) ৷ অমিত মিত্রর পর এই দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল ৷ এবার ওই দফতর স্বাধীনভাবে সামলাবেন তিনি ৷

ইতিহাসের সরণি বেয়ে দেখলে এই ঘটনা অতি তাৎপর্যপূর্ণ । ক্যাবিনেটের সদস্য না করেও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে । যা বাংলার রাজনীতিতে বিরল ঘটনার মধ্যে অন্যতম । 2021-এ মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থ দফতর নিয়ে দোলাচল ছিল । কারণ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ।

ফল প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতেই ছেড়ে দিয়েছেন অর্থ দফতর । যদিও উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা না করায় শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পদ তাঁকে ছেড়ে দিতে হয় । অর্থমন্ত্রী থেকে অমিত মিত্র হয়ে যান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা । মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেও সেসময় বাজেট পেশ করার সময় না আসায় তাঁকে বাজেট পেশ করতে হয়নি ।

আরও পড়ুন : স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা, পুর-নগরোন্নয়নে ফের ফিরহাদ

এবার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনেই বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পুর ও নগর উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে অর্থ দফরের পুরো দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হয় । তবে তাঁকে পূর্ণমন্ত্রী করা হয়নি । ফলে ক্যাবিনেটের বাইরে থেকেই এবার চালিত হবে অর্থ দফতর ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details