পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Chandrima Bhattacharya : কাল প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ, ইতিহাসের পথে চন্দ্রিমা ভট্টাচার্য

সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee gets Finance Department in Mamata Govt) ৷ রাজ্যের মহিলা অর্থমন্ত্রী হিসেবে আগামিকাল প্রথম বাজেট পেশ করতে চলেছেন তিনি ।

Chandrima Bhattacharya
ইতিহাসের পথে চন্দ্রিমা ভট্টাচার্য

By

Published : Mar 10, 2022, 9:40 PM IST

কলকাতা, 10 মার্চ : রাজ্য রাজনীতিতে মহিলাদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে আগেই। হাইকোর্টের প্রধান বিচারপতির আসনেও বসেছেন মহিলা । এবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে আগামিকাল প্রথম রাজ্যে বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya in her way to create history ) ৷ অমিত মিত্রর পর এই দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল ৷ এবার ওই দফতর স্বাধীনভাবে সামলাবেন তিনি ৷

ইতিহাসের সরণি বেয়ে দেখলে এই ঘটনা অতি তাৎপর্যপূর্ণ । ক্যাবিনেটের সদস্য না করেও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে । যা বাংলার রাজনীতিতে বিরল ঘটনার মধ্যে অন্যতম । 2021-এ মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থ দফতর নিয়ে দোলাচল ছিল । কারণ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ।

ফল প্রকাশের পর দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হাতেই ছেড়ে দিয়েছেন অর্থ দফতর । যদিও উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা না করায় শেষ পর্যন্ত অর্থমন্ত্রীর পদ তাঁকে ছেড়ে দিতে হয় । অর্থমন্ত্রী থেকে অমিত মিত্র হয়ে যান মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা । মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেও সেসময় বাজেট পেশ করার সময় না আসায় তাঁকে বাজেট পেশ করতে হয়নি ।

আরও পড়ুন : স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা, পুর-নগরোন্নয়নে ফের ফিরহাদ

এবার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনেই বিজ্ঞপ্তি জারি করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, পুর ও নগর উন্নয়ন দফতরের দায়িত্ব থেকে অর্থ দফরের পুরো দায়িত্ব চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে দেওয়া হয় । তবে তাঁকে পূর্ণমন্ত্রী করা হয়নি । ফলে ক্যাবিনেটের বাইরে থেকেই এবার চালিত হবে অর্থ দফতর ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details