কলকাতা, 10 মার্চ : রাজ্য রাজনীতিতে মহিলাদের গুরুত্ব ক্রমেই বাড়ছে। রাজ্য মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছে আগেই। হাইকোর্টের প্রধান বিচারপতির আসনেও বসেছেন মহিলা । এবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে আগামিকাল প্রথম রাজ্যে বাজেট পেশ করতে চলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য । সম্প্রতি অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya in her way to create history ) ৷ অমিত মিত্রর পর এই দফতর নিজের হাতেই রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ চন্দ্রিমা ভট্টাচার্যকে অর্থ দফতরের প্রতিমন্ত্রী করা হয়েছিল ৷ এবার ওই দফতর স্বাধীনভাবে সামলাবেন তিনি ৷
ইতিহাসের সরণি বেয়ে দেখলে এই ঘটনা অতি তাৎপর্যপূর্ণ । ক্যাবিনেটের সদস্য না করেও একজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর হাতে ছেড়ে দেওয়া হয়েছে অর্থ দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে । যা বাংলার রাজনীতিতে বিরল ঘটনার মধ্যে অন্যতম । 2021-এ মমতা বন্দোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকেই অর্থ দফতর নিয়ে দোলাচল ছিল । কারণ প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র একুশের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি ।