পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Chandrima Bhattacharya on ED Raid: ইডি-এর তদন্তে কেউ অসুস্থ হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না ! তোপ চন্দ্রিমার - পরেশ অধিকারী

ইডি-এর অভিযান এবং জিজ্ঞাসাবাদে (ED Raid) দলের কোনও নেতা বা কর্মী অসুস্থ হয়ে পড়লে ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ৷ পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জেরা প্রসঙ্গে তোপ তৃণমূলের অন্যতম নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) ৷

Chandrima Bhattacharya attacks Central Government for ED Raid in West Bengal after TMC 21 July Rally
Chandrima Bhattacharya on ED Raid: ইডি-এর তদন্তে কেউ অসুস্থ হলে তৃণমূল ছেড়ে কথা বলবে না ! তোপ চন্দ্রিমার

By

Published : Jul 22, 2022, 7:10 PM IST

কলকাতা, 22 জুলাই: তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের বিরাট জমায়েত (TMC 21 July Rally) দেখে ভয় পেয়েছে বিজেপি ! আর সেই কারণে রাত থেকেই সক্রিয়তা বেড়েছে কেন্দ্রীয় এজেন্সির ৷ শুক্রবার তৃণমূল ভবনের সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন দলের অন্যতম নেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ৷ তিনি বলেন, বিরোধীদের দমন করতেই ইডি-এর এই সক্রিয়তা ৷

চন্দ্রিমার বক্তব্য হল, "বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সব বিষয়ে প্রতিবাদ করেন, সেটা কোনওভাবেই বিজেপি-র পছন্দ নয় ৷ গতকাল একটা বিরাট সমাবেশ হয়েছে ৷ যা দেশের অন্য কোনও রাজনৈতিক দলের পক্ষে ভাবাই সম্ভব নয় ৷ গতকালের বিরাট সমাবেশ দেখেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি ৷ গত রাত থেকেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল ৷ জনগণের মন ঘোরানোর জন্যই এসব করানো হচ্ছে ৷"

আরও পড়ুন:Partha Chatterjee: ইডি-র দীর্ঘ জেরায় বুকে ব্যথা পার্থর, ইসিজির পরামর্শ চিকিৎসকের

প্রসঙ্গত, বৃহস্পতিবার 21 জুলাইয়ের সমাবেশের পর শুক্রবার সকাল থেকেই তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর (Paresh Chandra Adhikary) বাড়ি-সহ মোট 19টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি (ED Raid) ৷ পার্থকে ম্যারাথন জেরা করা হয়েছে ৷ যার জেরে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে দাবি সূত্রের ৷ তাঁর বুকে ব্যথা শুরু হয় ৷

এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলেই দাবি করছে রাজ্যের শাসকদল ৷ এদিন সকালেই এ নিয়ে সরব হয়েছিলেন ফিরহাদ হাকিম ৷ আর বিকেলে প্রতিবাদে মুখ খুললেন চন্দ্রিমা ৷ তিনি বলেন, এদিন জেরার মুখে অসুস্থ হয়ে পড়েন পার্থ ৷ চন্দ্রিমার হুঁশিয়ারি, কেন্দ্রের এই প্রতিহিংসামূলক আচরণে দলের কোনও নেতা বা কর্মীর যদি শারীরিক বা মানসিক ক্ষতি হয়, তাহলে তার জন্য কেবলমাত্র ইডি আর সিবিআই দায়ী থাকবে ৷ তখন তৃণমূলও ছেড়ে কথা বলবে না !

ABOUT THE AUTHOR

...view details