কলকাতা, 22 জুলাই: হাইকোর্টে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল (Primary Teacher Recruitment Case in Calcutta High Court)। হাইকোর্টে দাঁড়িয়ে শুক্রবার তিনি জানান, তিনি কারও থেকে টাকা নেননি । কাউকে চাকরিও পাইয়ে দেননি ।
এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চন্দন মণ্ডলকে বলেন, "আপনার বিরুদ্ধে কি অভিযোগ আপনি জানেন ?" জবাবে চন্দন মণ্ডল জানান, তিনি কিছু জানেন না । এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের বলেন, "আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিতেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিতেন ?" চন্দন মণ্ডলের উত্তর, "আমার নামে ভিডিয়ো করে ভাইরাল করা হয়েছে । আমি এসবের কিছু জানি না । এমনকি উপেন বিশ্বাস নামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সিবিআই অফিসার যিনি এই বিষয়ে ভিডিয়োটি বানিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আমার কখনও মুখোমুখি দেখাও হয়নি । কেউ কাউকে চিনিও না ।"