পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Primary Teacher Recruitment: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় হাইকোর্টে হাজিরা সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের - প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা

হাইকোর্টে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল (Primary Teacher Recruitment Case)।

Primary Teacher Recruitment
হাইকোর্টে হাজিরা সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের

By

Published : Jul 22, 2022, 5:16 PM IST

Updated : Jul 22, 2022, 5:49 PM IST

কলকাতা, 22 জুলাই: হাইকোর্টে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডল (Primary Teacher Recruitment Case in Calcutta High Court)। হাইকোর্টে দাঁড়িয়ে শুক্রবার তিনি জানান, তিনি কারও থেকে টাকা নেননি । কাউকে চাকরিও পাইয়ে দেননি ।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চন্দন মণ্ডলকে বলেন, "আপনার বিরুদ্ধে কি অভিযোগ আপনি জানেন ?" জবাবে চন্দন মণ্ডল জানান, তিনি কিছু জানেন না । এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায় ফের বলেন, "আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি টাকা নিয়ে চাকরি পাইয়ে দিতেন, চাকরি দিতে না পারলে টাকা ফেরত দিতেন ?" চন্দন মণ্ডলের উত্তর, "আমার নামে ভিডিয়ো করে ভাইরাল করা হয়েছে । আমি এসবের কিছু জানি না । এমনকি উপেন বিশ্বাস নামে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন সিবিআই অফিসার যিনি এই বিষয়ে ভিডিয়োটি বানিয়েছেন সেই ব্যক্তির সঙ্গে আমার কখনও মুখোমুখি দেখাও হয়নি । কেউ কাউকে চিনিও না ।"

হাইকোর্টে হাজিরা সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের

আরও পড়ুন: যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও খালি হাজার হাজার পদ ! স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের সিদ্ধান্ত হাইকোর্টের

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় সম্প্রতি যখন একের পর এক সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেই সময় একটি ভিডিয়ো বানিয়ে সামাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছিলেন উপেন বিশ্বাস । তারপরই বিচারপতি উপেন বিশ্বাসকে শিক্ষক নিয়োগের মামলায় পার্টি করেন । আদালতে ডাক পড়ে চন্দন মণ্ডল নামে এই ব্যাক্তির । এদিন চন্দন মণ্ডলের আইনজীবী আদালতে জানান, ইতিমধ্যেই তিনি সিবিআই'য়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন এবং চন্দন মণ্ডলের বাড়িতে ইডি তল্লাশিও চালিয়েছে ৷

Last Updated : Jul 22, 2022, 5:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details