পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মঙ্গলবার বৈঠক, শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন মমতা - mamata banerjee

মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ১২ জনের দলীয় নির্বাচন কমিটির সদস্য এবং জেলা সভাপতিদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী।

By

Published : Mar 10, 2019, 9:07 PM IST

কলকাতা, ১০ মার্চ: মঙ্গলবার কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ১২ জনের দলীয় নির্বাচন কমিটির সদস্য এবং জেলা সভাপতিদের উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, দলীয় প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বিশেষ এই বৈঠকে। এরপর শুক্রবার তৃণমূল সুপ্রিমো প্রকাশ করতে পারেন চূড়ান্ত প্রার্থী তালিকা।

কয়েকদিন আগে দলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, প্রার্থী পদের জন্য আবেদন করতে পারবেন দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। জানা গেছে, নেত্রীর পরামর্শ অনুযায়ী তৃণমূল ভবনে জমা পড়েছে প্রার্থী পদের প্রচুর আবেদন। এই আবেদনগুলোকে খতিয়ে দেখে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য ১২ জনের একটি কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই কমিটি‌ প্রার্থী বাছাইয়ের রিপোর্ট তুলে দেবে দলনেত্রীর কাছে।

১২ মার্চ কালীঘাটের বাড়িতে বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী। বিশেষ এই বৈঠকে নির্বাচনী প্রচার কৌশল সহ নানা বিষয়ে আলোকপাত করতে পারেন তিনি। সূত্রের খবর, শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন তিনি। আগে ভাগে প্রার্থী তালিকা প্রকাশ করেই নির্বাচনী প্রচারে জোর কদমে ঝাঁপিয়ে পড়ার জন্য দলকে নির্দেশ দেবেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

ABOUT THE AUTHOR

...view details