কলকাতা, 1 জানুয়ারি: 2021 সালের শেষ দিন দায়িত্ব নিয়ে, নতুন বছরের শুরু থেকেই শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কলকাতা পুলিশকে আরও সক্রিয় করতে উদ্যোগী নতুন নগরপাল বিনীত গোয়েল (New CP of Kolkata Vineet Goyal) ৷ ইতিমধ্য়েই কলকাতার নতুন সিপি জানিয়েছেন, নতুন বছর থেকেই জঙ্গি স্লিপার সেল বিষয়ে পদক্ষেপ করা হবে ৷ পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে সাইবার অপরাধ দমন এবং কোভিড প্রটোকলের উপর ।
কলকাতা পুলিশের নগরপাল হয়ে এসে দীর্ঘদিন রাজ্য পুলিশের এসটিএফে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বিনীত গোয়েল । লালবাজার সূত্রের খবর, সদ্য আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে লখনউ পুলিশ ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যৌথ তল্লাশিতে বেশ কয়েকজন সন্দেহভাজন বাংলাদেশি ধরা পড়ে ৷ কলকাতা থেকেই মানবপাচার চক্রের অন্যতম মাথা মফুজুর রহমান নামে এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়েছিল লখনউ পুলিশ । ফলে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে থাকে যে, তাহলে কি ভিন রাজ্যের সমাজবিরোধী, দুষ্কৃতীদের গোপন ডেরা হয়ে উঠেছে কলকাতা ? প্রশ্ন ওঠে, এককালে স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে ৷ কলকাতা পুলিশের আইপিএস মহলের একাংশের দাবি এক্ষেত্রে মূল অভিযোগ উঠছে অ্যান্টি রাউডি অফিসারদের বিরুদ্ধে ৷ অভিযোগ, তাঁরা নিজ নিজ এলাকা সম্পর্কে ওয়াকিবহাল নন । কোথায় কোন ডেরায় কোন দুষ্কৃতীর আনাগোনা বাড়ছে সে সম্পর্কে যদি স্থানীয় থানা ওয়াকিবহাল থাকে, তাহলে অনেক ক্ষেত্রেই এই দুষ্কৃতীদের গতিবিধি আটকে দেওয়া সম্ভব হয় ।