কলকাতা, 2 মে : টানা দু'বছর করোনা ভাইরাসের প্রকোপ থাকার জন্য বিধানসভার বিভিন্ন কমিটির মিটিং হয়নি । ফলে জমেছে কাজের পাহাড় । এই মুহূর্তে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে । কড়া বিধিনিষেধ তেমন কিছুই নেই । ফলে কাজে গতি আসুক, এমনটাই চান বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । আর সেই কারণেই এবার বিধানসভা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ।
অধ্যক্ষের অনুমোদনক্রমে বিধানসভার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে সমস্ত কমিটির চেয়ারম্যানরাই বিধানসভা থেকে তেলের খরচ পাবেন (Chairman of All Committees in Bengal Assembly to get fuel reimbursement) । এতদিন পর্যন্ত শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটি ও স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটি-সহ মোট পাঁচটি কমিটির চেয়ারম্যান তেলের খরচ পেতেন । অ্যাসেম্বলি এবং স্ট্যান্ডিং কমিটি মিলে 41 টি কমিটির বাকিদের ক্ষেত্রে আলাদা করে তেলের খরচ পাওয়া যেত না ৷ ফলে ওই কমিটিগুলির চেয়ারম্যানদের ব্যক্তিগত উদ্যোগেই আসতে হত ৷
তবে এবার সকল চেয়ারম্যানকে প্রতি মাসে 100 লিটার পর্যন্ত তেলের খরচ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে যথারীতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং স্বরাষ্ট্র দফতর সংক্রান্ত কমিটির চেয়ারম্যান আগের মতোই প্রতি মাসে 250 লিটার তেলের খরচ পাবেন ।