পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Electric Meter in KMC Markets : কলকাতা পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নামে মিটার বসাতে সমীক্ষা - CESC will Installs Electric Meter to Every Shop of KMC Markets

কলকাতা পৌরনিগমের প্রতিটি বাজারের দোকানদারদের নামে এবার বসতে চলেছে মিটার (CESC will Installs Electric Meter to Every Shop of KMC Markets) ৷ আর ব্লক মিটার থেকে সাব মিটার হয়ে বিদ্যুৎ সংযোগ নয় ৷ তার বদলে সরাসরি ইলেক্ট্রিট মিটার বসবে দোকানদারদের নামে ৷ সেই মতো সরাসরি প্রত্যেক বাজারের, প্রত্যেক দোকানে আলাদা বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে (Electric Meter in KMC Markets) ৷

CESC will Installs Electric Meter to Every Shop of KMC Markets
CESC will Installs Electric Meter to Every Shop of KMC Markets

By

Published : Mar 20, 2022, 5:30 PM IST

কলকাতা, 20 মার্চ : কলকাতার পৌরনিগমের বাজারগুলিতে দোকানদারদের নিজস্ব মিটারের ব্যবস্থা করতে শুরু হল সমীক্ষা ৷ ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন অর্থাৎ, সিইএসসি’র আধিকারিকদের সঙ্গে নিয়ে এই সমীক্ষা শুরু করেছে কলকাতা পৌরনিগমের বিদ্যুৎ বিভাগ ৷

বাজারগুলিতে প্রত্যেক ব্যবসায়ীকে কীভাবে আলাদা আলাদা মিটার দেওয়া যাবে, সেটাই মূলত সরেজমিনে খতিয়ে দেখছে কলকাতা পৌরনিগম (CESC will Installs Electric Meter to Every Shop of KMC Markets) ৷ সঙ্গে এই সমীক্ষায় থাকছেন সিইএসসি কর্তারা ৷ এখন পর্যন্ত 5-6টি বাজারে সমীক্ষা শেষ হয়েছে বলেই খবর পৌরনিগম সূত্রে ৷ কিছুদিন আগেই কলকাতা পৌরনিগমের সদর দফতরে এ নিয়ে একটি বৈঠক হয় ৷ সেখানেই পৌরবাজার রক্ষণাবেক্ষণের বাজেট ধার্য করা হয় ৷ পাশাপাশি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রত্যেক দোকানদারদের নামে মিটার দেওয়া হবে (Electric Meter in KMC Markets) ৷

পৌরনিগমের ওই বৈঠকে উপস্থিত ছিলেন, বাজার বিভাগের মেয়র পারিষদ আমিরুদ্দিন (ববি), পৌর কমিশনার বিনোদ কুমার, চিফ ম্যানেজার (বাজার) মুকুলরঞ্জন বারুই, বিভিন্ন বাজার সমিতি এবং সিইএসসি’র প্রতিনিধিরা ৷ কলকাতা পৌরনিগমের 40টি বাজারে ধাপে ধাপে সিইএসসি মিটার দেওয়ার বিষয়টি পরিকল্পনা করেছে ৷ এখন কলকাতার বাজারগুলিতে ব্লক মিটার আছে ৷ সেখান থেকে সাবমিটার করে প্রত্যেক দোকানদারকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় ৷ কলকাতা পৌরনিগম সূত্রে খবর, যে নিয়মে এখন বিদ্যুৎ দেওয়া হয় ৷ তা পৌর আইন ভাঙার সমান ৷ তাই নানা সময় সমস্যাও তৈরি হয় ৷

আরও পড়ুন : KMC 2022-23 Budget Embargo : অর্থ সংকটে কলকাতা পৌরনিগম, খরচে রাশ

অন্যতম সমস্যা হল চাইলেও দোকানদাররা দোকানে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা অন্য কোনও বৈদ্যুতিন সামগ্রী ব্যবহার করতে পারেন না ৷ কলেজ স্ট্রিট, হগ মার্কেট, নিউ আলিপুর, বাঁশদ্রণী বাজারের সমীক্ষা শেষ হয়েছে ৷ মিটার বসানোর জন্য আলাদা ঘর তৈরি ও প্রয়োজনে ইলেকট্রিকের তারের পরিবর্তন করতে হলে, কীভাবে কাজ হবে ? সেই দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details