কলকাতা, 26 মার্চ : অনুব্রত মণ্ডলের নকুলদানার পালটা মিহিদানার কথা বলেছিলেন অনুপম হাজরা। যার জেরে এবার নির্বাচন কমিশনের নজরে যাদবপুরের এই BJP প্রার্থী। তাঁর এই মন্তব্যটি নিয়ে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক তথা জেলা ইলেকশন অফিসার কী ব্যবস্থা নিয়েছেন এবার তা জানতে চাইল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। ঘটনায় অনুপম হাজরাকে শোকজ়ের সম্ভাবনা প্রবল। জানাচ্ছে কমিশন সূত্র।
নকুলদানার পালটা মিহিদানা, অনুপম হাজরার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ - district magistrate
নকুলদানার পালটা মিহিদানার কথা বলে সমস্যায় অনুপম হাজরা। করা হতে পারে শোকজ়।
ভোটার এবং বিরোধীদের জল-নকুলদানা খাওয়ানোর পরামর্শ দিয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। যার জেরে তাঁকে শোকজ় করে নির্বাচন কমিশন। পরে অনুব্রত আরও একধাপ এগিয়ে কমিশনকেই নকুলদানা খাওয়ানোর কথা বলেন। ফলে আবারও শোকজ় করা হয় তাঁকে। অনুব্রতর নকুলদানা তত্ত্বের পালটা তত্ত্ব সামনে এনেছেন অনুপম হাজরা। বলেন, "উনি নকুলদানা খাওয়াচ্ছেন। আমি না হয় মিহিদানা খাওয়াব। মিহিদানা বেশি সুস্বাদু। দানার পরিবর্তে না হয় দানাই হোক।"
সূত্রের খবর, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে জমা পড়েছে অভিযোগ। সেই সূত্রেই রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দক্ষিণ ২৪ পরগনা জেলা ইলেকশন অফিসারের কাছে জানতে চেয়েছেন, অনুপমের মিহিদানা নিয়ে কী ব্যবস্থা নিয়েছে জেলা। অবিলম্বে জমা দিতে বলা হয়েছে রিপোর্টও। স্বাভাবিকভাবেই শোকজ়ের মুখে পড়তে পারেন অনুপম।