কলকাতা , 9 জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্রীয় সরকার। 85 জনের ওই কমিটির পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর কমিটিতে রয়েছেন বহু বিশিষ্ট বাঙালি।
একনজরে দেখে নেওয়া যাক কারা রয়েছেন, এই তালিকায়-
1. বাবুল সুপ্রিয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন রাষ্ট্রমন্ত্রী
2. দেবশ্রী চৌধুরি, নারী ও শিশুকল্যাণ রাষ্ট্রমন্ত্রী
3. মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
4. বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ
5. অধীর চৌধুরি, সাংসদ, বহরমপুর, লোকসভায় কংগ্রেসের দলনেতা
6. সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ
7. সত্যব্রত মুখোপাধ্যায়, প্রাক্তন সাংসদ
8. স্বপন দাশগুপ্ত, সাংসদ
9. রূপা গঙ্গোপাধ্যায়, সাংসদ
10. রাজু বিস্তা, সাংসদ
11. শুভেন্দু অধিকারী
12. সুনীল মণ্ডল, সাংসদ
13. জগন্নাথ সরকার, সাংসদ
14. জয়ন্ত রায়, সাংসদ
15. সৌমিত্র খাঁ, সাংসদ
16. খগেন মুর্মু, সাংসদ
17. দিলীপ ঘোষ, সাংসদ
18. জ্যোতির্ময় সিং মাহাত, সাংসদ
19. অর্ধেন্দু বসু, নেতাজির ভাইপো
20. চন্দ্রকুমার বসু, নেতাজির প্রপৌত্র
21. রেণুকা মালাকার, নেতাজির প্রপৌত্রী
22. অনির্বাণ গঙ্গোপাধ্যায়, লেখক ও শিক্ষাবিদ
23. সৌরভ গঙ্গোপাধ্যায়, বিসিসিআই সভাপতি
24. সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন ফুটবলার
25. জেনারেল শংকর রায়চৌধুরি, প্রাক্তন সেনাপ্রধান
26. অরূপ রাহা, প্রাক্তন বায়ুসেনা প্রধান
27. বিদ্যুৎ চক্রবর্তী, বিশ্বভারতীর উপাচার্য
28. স্বামী সুবিরানন্দ, মহাসচিব, রামকৃষ্ণ মঠ ও মিশন
29. মিঠুন চক্রবর্তী, অভিনেতা
30. কৌশিক গঙ্গোপাধ্যায়, চিত্র পরিচালক
আরও পড়ুন:নেতাজির 125 তম জন্মজয়ন্তী পালনে উচ্চপর্যায়ের কমিটি গড়ল মোদি সরকার
অন্যদিকে, আগামী 23 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি থেকে ভার্চুল বক্তব্য রাখবেন। সেই হিসাবে ইতিমধ্যেই নেতাজির পরিবারকেও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "মুখ্যমন্ত্রী সব সময় অভিযোগ করেন আমরা নাকি মণীষীদের নিয়ে রাজনীতি করি। আজ কেন্দ্রীয় সরকার এই কমিটি ঘোষণার মাধ্যমে প্রমাণ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিষীদের কীভাবে সম্মান দেন। আর রাজ্য সরকারের কোনও কমিটিতেই তো আমরা স্থান পাইনি।"