কলকাতা, 16 জুন : আচমকাই দিল্লিতে তলব করা হল পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে (Jagdeep Dhankhar) ৷ হঠাৎ কেন তাঁকে ডাকা হল এই নিয়ে নানা মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ অনেকে অনেক রকম কারণ ব্যাখ্যা করতে শুরু করেছেন ৷ তার মধ্যে অন্যতম হল, কেন্দ্রের তরফে ধনকড়কে পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor of West Bengal) পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷
যদিও বিষয়টি নিয়ে এখনই কেন্দ্রের তরফে কোনও কিছু জানা যায়নি ৷ তবে একটি সূত্রের খবর, ধনকড়ের বদলি হিসেবে বেশ কয়েকটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ আর সেই তালিকার একেবারে ওপরের দিকে রয়েছে আরিফ মহম্মদ খানের (Arif mohammad Khan) নাম ৷ তিনি আপাতত কেরলের রাজ্যপালের পদে রয়েছেন ৷ সেখান থেকেই তাঁকে এখানে আনা হতে পারে ৷
2019 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদে এসেছেন জগদীপ ধনকড় ৷ তার পর থেকে একাধিক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের সঙ্গে বিরোধ বেঁধেছে ধনকড়ের ৷ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ বারবার তলব করেছেন রাজ্যের পুলিশ ও প্রশাসনের আধিকারিকদের ৷ ইতিমধ্যে মমতা জতীয় রাজনীতির প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির (Narendra Modi) কার্যত প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন ৷
আরও পড়ুন :মমতাকে হুঁশিয়ারি দিয়ে ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংহের
রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, রাজ্যপালকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করা কেন্দ্রের শাসক দলের অভ্যাসে পরিণত হয়েছে ৷ সেই দিক থেকে ধনকড় কেন্দ্রের মন জুগিয়েই চলছেন ৷ কেন এই সিদ্ধান্তের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই জল্পনা সামনে আসার পর থেকে ৷
রাজনৈতিক পর্যবেক্ষকরা এই নিয়ে একাধিক কারণ ব্যাখ্যা করেছেন ৷ জগদীপ ধনকড়ের ভূমিকায় কেন্দ্র হয়তো খুশি নয় ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, তা নিয়ে রাজ্যপালের আরও কড়া ভূমিকা হয়তো চাইছে কেন্দ্র ৷ তাছাড়া, তাঁর বিরুদ্ধে সম্প্রতি রাজভবনে নিয়োগ ঘিরে স্বজনপোষণের অভিযোগও উঠেছে ৷ তাই হয়তো তাঁকে বদল করা হতে পারে ৷