পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Mamata on Netaji Programme: আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার

দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে (Mamata on Netaji Programme) তাঁকে যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সেই জন্যই তিনি রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে বাংলাতেই দিল্লির অনুষ্ঠানের উদযাপন করলেন বলে জানিয়েছেন (Netaji statue unveiling programme)৷

Centre disrespected me while inviting to Netaji statue unveiling programme, alleges Mamata Banerjee
আমি কি চাকর-বাকর ? দিল্লির অনুষ্ঠানের আগেই বাংলায় নেতাজিকে উদযাপন 'অসম্মানিত' মমতার

By

Published : Sep 8, 2022, 2:45 PM IST

Updated : Sep 8, 2022, 6:43 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর: নয়াদিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি উন্মোচনের (Mamata on Netaji Programme) আগেই বাংলায় সেই অনুষ্ঠানের উদযাপন করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ দিল্লির অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে তাঁকে যথাযথ সম্মান জানানো হয়নি বলে অভিযোগ করেছেন তিনি ৷ সেই কারণে আজ সকালেই নেতাজির মূর্তিতে মাল্যদান করে দিল্লিকে জবাব দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ৷

আজ সন্ধে 7টা নাগাদ দিল্লিতে নেতাজির মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হলোগ্রামের মূর্তির জায়গায় বসছে গ্রানাইটের মূর্তি (Netaji statue unveiling programme)৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কেন্দ্রের তরফে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে তাঁর অভিযোগ, একজন আন্ডার সেক্রেটারিকে দিয়ে তাঁকে আমন্ত্রণ জানিয়ে ইচ্ছেকৃত ভাবে অসম্মান করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার ৷

আমি কি চাকর-বাকর

আরও পড়ুন:কেষ্ট না ফেরা পর্যন্ত বীরভূমে লড়াই 3 গুণ বাড়বে, কর্মীদের বার্তা মমতার

নেতাজি ইন্ডোরে এই নিয়ে মমতা আজ বলেছেন, "আমাকে একটা চিঠি দিয়েছেন আন্ডার সেক্রেটারি ৷ সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আজ সন্ধে 7টায় নেতাজির মূর্তির উন্মোচন করবেন ৷ 6টায় আপনি উপস্থিত থাকবেন ৷ যেন আমি চাকর-বাকর ৷ বন্ডেড লেবার ৷ কালচারাল মিনিস্টারও লিখতে পারলেন না ৷ এ ভাবে একজন আন্ডার সেক্রেটারি আমায় লিখতে পারেন না ৷ সে জন্য এখানে আসার সময় রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম ৷ দিল্লির প্রোগ্রাম বাংলায় উদযাপন করে এলাম ৷"

Last Updated : Sep 8, 2022, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details