পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Online Admission in Colleges : কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির প্রক্রিয়া চালু হচ্ছে রাজ্যে - Education minister Bratya Basu

আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সবকটি কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে হবে ভর্তি প্রক্রিয়া (Centralised online college admission to start from next academic year) ৷ এর জন্য একটি পোর্টালও তৈরি করা হবে ।

Centralised online college admission to start from next year
Centralised online college admission to start from next year

By

Published : Jun 2, 2022, 7:37 PM IST

Updated : Jun 2, 2022, 8:31 PM IST

কলকাতা, 2 জুন : আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সবকটি কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে (Centralised online college admission to start from next academic year)। আজ বিকাশ ভবনে বৈঠক করে এমনটাই জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education minister Bratya Basu)। কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে আজ বিকাশ ভবনে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী ।

রেজাল্ট নিয়ে কলেজে কলেজে না ঘুরে যাতে বাড়িতে বসেই পড়ুয়ারা নিজেদের ইচ্ছে মাফিক কলেজ ও বিষয় পছন্দ করে ফর্ম পূরণ করতে পারে তাই এই ব্যবস্থা । সব কাজটাই হবে অনলাইনের মাধ্যমে । শুধু তাই নয় কলেজে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা আনার জন্যেও এই পরিকল্পনা করেছে দফতর । এই প্রস্তাবে সায় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

জানা গিয়েছে, এর জন্য একটি পোর্টালও তৈরি করা হবে । সেখান থেকেই পড়ুয়ারা নিজেদের পছন্দ মত কলেজ নির্বাচন করে ভর্তির জন্য আবেদন করতে পারবে ৷ সব কিছু ঠিকঠাক এগোলে এই বছর থেকেই চালু হতে পারে এই ব্যবস্থা । আজকের বৈঠকে মূলত কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির পাশাপাশি কীভাবে পরিচালনা করা হবে পুরো প্রক্রিয়া, তা নিয়েও আলোচনা হয় । এই নিয়মের ফলে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলি কলেজ রয়েছে সবার জন্য একটিই মেধাতালিকা প্রকাশ করা হবে । এই শিক্ষা বর্ষেই স্নাতক স্তরে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি নেওয়া হবে । দীর্ঘদিন ধরে পরিকল্পনা থাকলেও পরিকাঠামোগত কিছু জটিলতার জন্য চালু করা হয়ে ওঠেনি এই ব্যবস্থা বলে জানা গিয়েছে । তবে এবার অবশেষে বাস্তবায়িত হল এই পরিষেবা । এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয় একবার কেন্দ্রীয় ভাবে অনলাইনে ভর্তির ব্যবস্থা চালু করেছিল । একবছর হয়ে সেই ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল । জানা গিয়েছে, জুলাই মাস থেকেই হয়তো চালু করা হবে এই ব্যবস্থা । যেসব পড়ুয়াদের নাম মেধাতালিকায় থাকবে, তাঁদের ই-মেল বা এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।

আরও পড়ুন :Physical Education Teachers : স্কুলে স্বাস্থ্য ও শারীরশিক্ষার শিক্ষকদের বঞ্চনার অভিযোগ

শিক্ষামন্ত্রী বলেন, "মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন । তিনি বলেছেন, সেইভাবেই এটা সিদ্ধান্ত হল । পরিকাঠামো কী, এই বছরেই যদি এই ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয় করতে পারবেন কি না, সেই তথ্য নেওয়া হয় । বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা এই তথ্য জানিয়েছেন ।"

Last Updated : Jun 2, 2022, 8:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details