কলকাতা, 26 নভেম্বর : আবার সামনে এল নতুন উদ্যোগ টানার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের হাঁড়ির হাল। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি এন্ড ইন্টারনাল ট্রেডের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, 2020 সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত নতুন লগ্নি টানা প্রধান রাজ্যগুলি যেমন, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং রাজস্থানের থেকে অনেক পিছিয়ে পশ্চিমবঙ্গ ৷ একই করুণ চিত্র বিদেশি লগ্নি টানার ক্ষেত্রে ।
একথা ঠিক যে কোরোনাকালে লকডাউনের কারণে গোটা দেশেই অর্থনীতি এবং নতুন লগ্নি ভালোভাবেই ধাক্কা খেয়েছে । কিন্তু, তার মধ্যেও পশ্চিমবঙ্গের অবস্থা যেন বিশেষ ভাবে করুণ ৷ অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে জমি নীতি এবং বিশেষ অথনৈতিক অঞ্চল নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের একগুঁয়ে মনোভাবই এর মূল কারণ । কেন্দ্রীয় সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, 2020 সালের জানুয়ারী থেকে সেপ্টেম্বর পর্যন্ত, এই ন’মাসে সারা দেশে 1089 টি নতুন লগ্নি প্রস্তাব এসেছে ৷ যার মোট অঙ্ক 3 লক্ষ 35 হাজার 319 কোটি টাকা ৷ তার মধ্য়ে পশ্চিমবঙ্গে নতুন লগ্নি প্রস্তাব এসেছে মাত্র উনিশটা ৷ যা সর্বভারতীয় পরিসংখ্য়ানের মাত্র 1.74 শতাংশ ৷ অঙ্কের নিরিখে দেখলে পশ্চিমবঙ্গে এসেছে মাত্র 5 হাজার 686 কোটি টাকার লগ্নি প্রস্তাব যা সর্বভারতীয় পরিসংখ্যানের মাত্র 1.7 শতাংশ। সেই একই সময়ে কর্নাটক পেয়েছে 85 টি লগ্নি প্রস্তাব ৷ যার মোট মূল্য় 1 লক্ষ 28 হাজার 70 কোটি টাকা ৷ সর্বভারতীয় পরিসংখ্য়ানের হিসেবে যা 38.19 শতাংশ ৷ অর্থনীতিবিদ প্রবীরকুমার মুখোপাধ্য়ায়ের মতে, পশ্চিমবঙ্গে এবং কর্নাটকের মধ্য়ে পরিসংখ্য়ানের ফারাক দেখলেই বোঝা যায় বড় শিল্পের ক্ষেত্রে এরাজ্য়ের খরা কাটবার কোনও লক্ষণ নেই ৷ শেষ নয় মাসে কর্নাটকে এসেছে 85টি লগ্নি প্রস্তাব ৷ যার মোট মূল্য় 1 লক্ষ 28 হাজার 70 কোটি টাকা ৷ এর অর্থ এই সময়ে কর্নাটকে প্রতি লগ্নি প্রস্তাবের মূল্য় 1506 কোটি টাকার অল্প বেশি ৷ অন্য়দিকে, একই সময়ে পশ্চিমবঙ্গে নতুন লগ্নি প্রস্তাব এসেছে উনিশটা ৷ যার মোট লগ্নি প্রস্তাব 5 হাজার 686 কোটি টাকা ৷ এর অর্থ পশ্চিমবঙ্গে লগ্নি প্রতি প্রস্তাব মাত্র 299 কোটি টাকার কিছু বেশি ৷ এর অর্থ পশ্চিমবঙ্গে যে নতুন লগ্নির প্রস্তাব এসেছে, তা সবই মাঝারি শিল্পের ৷ এর অর্থ বড় শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ আজও ব্রাত্য়ই রয়ে গিয়েছে ৷ উনি আরও জানান, সিঙ্গুরে টাটা মোটরসের প্রস্থান শুধু শিল্পের জন্য় জমি সমস্য়াকেই প্রকোট করেনি, প্রবলভাবে ধাক্কা দিয়েছে রাজ্য়ের ভাবমূর্তিকে ৷ এর উপর বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে রাজ্য় সরকারের জমি নিয়েও লগ্নি করেনি ইনফোসিস এবং উইপ্রোর মতো সংস্থা ৷ তাই সব মিলিয়ে নতুন, বিশেষ বৃহৎ লগ্নি টানার জনব্য় অবস্থা একদমই অনুকূল নয় পশ্চিমবঙ্গে ৷