পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যকে অন্ধকারে রেখে নতুন মেডিকেল কলেজ তৈরি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 23 শে জানুয়ারি রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষকে একটি চিঠি পাঠান ৷ লেখেন, "পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা হাসপাতালকে উন্নীত করে সরকারি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ।" আর এই চিঠি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷

By

Published : Jan 25, 2020, 3:11 AM IST

Updated : Jan 25, 2020, 5:57 AM IST

central state conflict on Jalpaiguri District Hospital
জলপাইগুড়ি জেলা হাসপাতাল

কলকাতা, 25 জানুয়ারি : জলপাইগুড়ি জেলা হাসপাতালকে সরকারি মেডিকেল কলেজে উন্নীত করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে ৷ রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ৷ আর সেই চিঠিকে ঘিরেই শুরু হয়েছে কেন্দ্র-রাজ্য সংঘাত ৷ রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য, এ বিষয়ে রাজ্যেকে অন্ধকারে পুরোপুরি রেখে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী 23 শে জানুয়ারি দিলীপবাবুকে একটি চিঠি পাঠান ৷ চিঠিতে তিনি লেখেন, " প্রিয় দিলীপ ঘোষজি, অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা হাসপাতালকে উন্নীত করে সরকারি মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার । আমি আশা করি যে আপনার প্রগতিশীল নেতৃত্বে এই কলেজ স্থানীয় বাসিন্দাদের চিকিৎসা সংক্রান্ত চাহিদা মেটাবে ৷ "

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের লেখা চিঠি

অন্যদিকে, চিঠিটি প্রকাশ্যে আসতেই এ প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "জলপাইগুড়ি জেলা হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করতে দীর্ঘদিন আগেই প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার ৷ কিন্তু রাজ্যকে কিছু জানানো হয়নি ৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে অন্ধকারে রেখে এই মেডিকেল কলেজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে । " যেহেতু চিঠিটি দিলীপবাবুকে লেখা হয়েছে তাই তাঁকে কটাক্ষ করে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "দিলীপ ঘোষ কি বাংলার মুখ্যমন্ত্রী?"

Last Updated : Jan 25, 2020, 5:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details