কলকাতা, 28 অক্টোবর : স্কুল-কলেজ খোলা নিয়ে কেন্দ্রীয় সরকার 2020 সালের 17 মে থেকে 17টি উপদেশ দিয়েছিল । তার একটাও রাজ্য সরকার মানেনি ৷ তার একটাও উত্তরও দেয়নি ৷ বৃহস্পতিবার বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা দফতরের মন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar) ।
এদিন মন্ত্রী আরও বলেন, "এখনও পর্যন্ত রাজ্যে সমস্ত স্কুল-কলেজে সমস্ত টিচিং স্টাফ, নন-টিচিং স্টাফদের 100 শতাংশ টিকাকরণ হয়েছে কিনা সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়নি । রাজনৈতিক ভাবে প্রচার হলেও পুজোর সময় কোনও বিধি-নিষেধও রাখা হয়নি ৷ তার নিন্দা পশ্চিমবঙ্গের ডাক্তাররাও করেছেন ।"
সুভাষ সরকার বলেন, "আমরাও স্কুল খোলার পক্ষে । তবে করোনার গ্রাফের কথাও মাথায় রাখা উচিত ৷ একই সঙ্গে যানবাহনের ব্যবস্থাটাও দেখা দরকার । কোভিড বিধি মেনে, ভ্যাকসিনেশন শেষ করে, সামাজিক দূরত্ব মেনে অর্ধেক অর্ধেক ছাত্রকে স্কুলে ডাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারত ৷ এইভাবেই চিন্তা করা উচিত । কিন্ত রাজ্য সরকার যেটা করছে । সেটা পরিকল্পনাবিহীন । তবে এখনও অনেক সময় আছে । তাই এখনও স্কুল খোলার আগে পরিকল্পনা নিতে পারে তারা ৷ রাজ্য সরকার নিশ্চিতভাবে কোনও পরিকল্পনা করছে না । সঠিক পরিকল্পনা সরকার গ্রহণ করুক ।"
আরও পড়ুন : Mamata Banerjee: জাতীয় রাজনীতিতে মমতার গোয়া সফরের প্রভাব কতটা পড়বে?