কলকাতা, 22 জুলাই :কেন্দ্রীয় প্রশিক্ষণে নাকি ভারী অনীহা বিজেপির অধিকাংশ বিধায়কের ! দলীয় সূত্রে সামনে এসেছে এমনই তথ্য ৷ চব্বিশের লোকসভা ভোটের আগে বাংলায় দলের সংগঠনকে মজবুত করতে তৎপর গেরুয়া শিবির ৷ শীর্ষ নেতৃত্ব চাইছে, সাধারণ নির্বাচনের আগে মাঠ নামানো হোক সুশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীদের ৷ যাঁরা সহজেই মানুষের মন বুঝে জয়ের পথ প্রশস্ত করতে পারবেন ৷ আর সেই কারণেই দিল্লি থেকে অনলাইনে শুরু হয়েছে প্রশিক্ষণ শিবির ৷ সেখানে নানা বিষয় নিয়ে দলীয় বিধায়কদের পাঠ দেওয়া হচ্ছে ৷ অভিযোগ, নানা কাজের অজুহাতে সেই ক্লাস এড়িয়ে যাচ্ছেন অধিকাংশ বিজেপি বিধায়ক !
আরও পড়ুন :তৃণমূলকে এক ইঞ্চিও ছাড় নয়, বিধায়কদের প্রশিক্ষণ শিবিরে কড়া বার্তা দিলীপ-শুভেন্দুর
বিজেপি সূত্রে খবর, অনলাইনে প্রশিক্ষণ ঠিকঠাক হচ্ছে কিনা, তা জানতে নজরদারি চালায় দলের দিল্লির আইটি সেল ৷ সেই নজরদারিতেই ধরা পড়েছে বিজেপি বিধায়কদের এই ফাঁকিবাজি ৷ এরপরই দিল্লি থেকে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে ৷ প্রসঙ্গত, রাজ্যস্তরের বিভিন্ন নেতা-নেত্রী, নির্বাচিত বিধায়ক এবং সাংসদদের জন্য প্রশিক্ষণ শিবির চালু করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ৷ সেই শিবিরে বিজেপি বিধায়কদের এই গরহাজিরায় বিরক্ত কেন্দ্রীয় নেতারা ৷ এবার তাই হুইপ জারি করে নির্বাচিত প্রতিনিধিদের এইসব প্রশিক্ষণ শিবিরে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করতে চাইছেন তাঁরা ৷