কলকাতা, 26 মার্চ : নিরাপত্তা বাড়ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এবার জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে শুভেন্দুকে (Zed Plus security for Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আগামী মাস থেকেই পুরোপুরি জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে ৷ এতদিন তিনি জেড ক্যাটেগরির নিরাপত্তা পেতেন । শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷
রাজ্যে সদ্য সমাপ্ত পৌর নির্বাচন পর্বে প্রচারে বেরিয়ে একাধিকবার বাধা, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নন্দীগ্রামের বিজেপি বিধায়ককে ৷ তাঁকে কর্মসূচি পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ সিংহভাগ ক্ষেত্রেই অভিযোগের তির শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে ৷ মনে করা হচ্ছে, এইসব কারণেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শুভেন্দুর নিরাপত্তা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যে বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দিকটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে কেন্দ্র ৷