পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

MidDay Meal Controversy পাঁচমাস ধরে মিলছে না মিড-ডে মিলের টাকা, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ রাজ্যের - মিড ডে মিল

রাজ্য সরকারের অভিযোগ, গত পাঁচ মাসে মিড-ডে মিলের জন্য রাজ্য সরকারকে এক টাকাও দেয়নি কেন্দ্র (MidDay Meal Controversy)। আর এর ফলেই মিড-ডে মিলের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে রাজ্যকে।

MidDay Meal Controversy
মিলছে না মিড ডে মিলের টাকা, কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্য

By

Published : Aug 31, 2022, 5:25 PM IST

Updated : Sep 1, 2022, 7:03 AM IST

কলকাতা, 31 অগস্ট: 100 দিনের কাজের পর এবার মিড-ডে মিল নিয়ে বঞ্চনার অভিযোগ। রাজ্য সরকারের অভিযোগ, বিগত 5 মাসে মিড-ডে মিলের জন্য রাজ্য সরকারকে কোনও টাকা দেয়নি কেন্দ্র। আর এর ফলেই মিড ডে মিলের খরচ চালাতে বিপাকে পড়েছে প্রশাসন। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার মিড-ডে মিলের নাম পরিবর্তন করে 'প্রধানমন্ত্রী পোষণ যোজনা' রেখেছে । আর তারপরই এই খাতে বরাদ্দ কমানো হয়েছে প্রায় 1 হাজার 200 কোটি টাকা। চলতি আর্থিক বছরের এই বাজেটেও পড়েছে কোপ। রাজ্য পিছু বরাদ্দও কমেছে। যা নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে ৷ নতুন প্রকল্প চালু হওয়ার পর গত পাঁচ মাস ধরে এই প্রকল্পের অর্থ পাচ্ছে না রাজ্য সরকার। রাজ্য প্রশাসনেক দাবি, কেন্দ্রীয় পোর্টাল যথাযথভাবে কাজ করছে না। যাবতীয় বেতন, প্রকল্পের বরাদ্দ এই 'পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম' বা পিএফএমএস পোর্টালের মাধ্যমে দিতে শুরু করেছে কেন্দ্র। কিন্তু এই পোর্টালের সমস্যার কারণেই অর্থ মিলছে না বলে অভিযোগ নবান্নের।

রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানান, দীর্ঘদিন ধরে এই প্রযুক্তিগত ত্রুটি সমাধানের চেষ্টা করছে পিএফএমএস কর্তৃপক্ষ। তারপরেও সমস্যার থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন: 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়ে রাজনৈতিক চাপানউতোর
প্রসঙ্গত, করোনা কালে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বরাদ্দ বন্ধ থাকলেও রাজ্যের তরফ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মিড-ডে মিলের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে। সম্পূর্ণ ভারই বহন করছে রাজ্য সরকার। এবার চলতি অর্থবর্ষে রাজ্যের তরফ থেকে অর্থ বরাদ্দ হলেও কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত কোনও টাকা দেয়নি। এই প্রকল্পে 60 শতাংশ টাকা দেওয়ার কথা কেন্দ্রের, বাকি 40 শতাংশ টাকা দেওয়ার কথা রাজ্য সরকারের। এক্ষেত্রে রাজ্য 2386 কোটি 63 লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য বাজেটে। নিয়ম মেনে কেন্দ্রীয় বরাদ্দ আসার কথা 1500 কোটি টাকারও বেশি । সেই অনুযায়ী রাজ্য তার পাওনা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ।

Last Updated : Sep 1, 2022, 7:03 AM IST

ABOUT THE AUTHOR

...view details