কলকাতা, 8 জানুয়ারি : সরাসরি কুম্ভ মেলার সঙ্গে গঙ্গাসাগর মেলার তুলনা টেনে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী ৷ আজ আউটরাম ঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় ৷ "
"কুম্ভ মেলা কেন্দ্রীয় সাহায্য পায়, গঙ্গাসাগর পায় না" ; ক্ষোভ মমতার - কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার টাকা দেয়
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "গঙ্গাসাগর একমাত্র, এত বড় মেলা যেখানে লাখ লাখ মানুষ আসে । কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি ৷ "
আজ গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন এবং উদ্বোধন করে আজ বিকেলে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী ৷ আউটরাম ঘাটের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলার সঙ্গে অন্য মেলার পার্থক্য হচ্ছে কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দেয় । কুম্ভ মেলা রেল পথ ও সড়ক পথে সংযুক্ত ৷ কিন্তু গঙ্গাসাগর একমাত্র, এত বড় মেলা যেখানে লাখ লাখ মানুষ আসে । কুম্ভ মেলা থেকে কম তো নয়, বরং বেশি ৷ যেখানে প্রত্যেকটা মানুষকে জলপথ দিয়ে পার হতে হয় । রেল বা জলপথে সংযুক্ত নয় ৷ তাই বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার ৷ গঙ্গাসাগর যারা যায় তাদের জোয়ার ভাটার জন্য অপেক্ষা করতে হয় ৷ দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক অঞ্চলে গঙ্গাসাগর মেলা হয় । "
এবছর গঙ্গাসাগর মেলা শুরু হচ্ছে 11 জানুয়ারি ৷ চলবে 17 জানুয়ারি পর্যন্ত ৷