কলকাতা, 24 ডিসেম্বর : অবশেষে স্থায়ী ভাবে রাজ্য পুলিশের ডিজি হতে চলেছেন মনোজ মালব্য । কেন্দ্রীয় সরকারের তরফ থেকে শেষ পর্যন্ত তাঁর নামে সিলমোহর দেওয়া হয়েছে (central government approves the name of manoj malvia as the new dg of west bengal police) । এতদিন মনোজ মালব্য কার্যনির্বাহী ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন । কেন্দ্রের ছাড়পত্রের পর এবার পাকাপাকিভাবে তাঁর হাতেই ডিজির দায়িত্ব অর্পণ করা হচ্ছে ।
চলতি বছরের 31 অগস্ট রাজ্যের তৎকালীন ডিজি বীরেন্দ্রের কার্যকালের মেয়াদ শেষ হয় । সেই সময় রাজ্য পুলিশের ডিজি হিসাবে 1986 ব্যাচের আইপিএস মনোজ মালব্যের পাশাপাশি, 1987 ব্যাচের অফিসার নীরজনয়ন পান্ডে, সুমন বালা সাহু, অধীর শর্মা, গঙ্গেশ্বর সিংহের নাম রাজ্যের তরফে কেন্দ্রের কাছে পাঠানো হয় । কিন্তু কেন্দ্রের তরফ থেকে নির্দিষ্ট করে কারও নামে সিলমোহর দেওয়া হয়নি তখন ৷ ফলে অস্থায়ীভাবে মনোজ মালব্যকে এই দায়িত্ব দেওয়া হয় ।