কলকাতা, 17 ডিসেম্বর : জে পি নাড্ডার কনভয়ে হামলা । কৈলাস বিজয়বর্গীয়র গাড়ি ভাঙচুর । নিরাপত্তায় গাফিলতির অভিযোগ । আর এই সবের মধ্যেই বিতর্ক শুরু হয় তিন আইপিএস আধিকারিকের ভূমিকা নিয়ে । ভোলানাথ পাণ্ডে, রাজীব মিশ্র ও প্রবীণ কুমার ত্রিপাঠী । সেদিন বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ের নিরাপত্তার দায়িত্বে ছিলেন এই তিনজনই । 12 ডিসেম্বর কেন্দ্রের তরফে তাঁদের ডেপুটেশনে চাওয়া হয়েছিল । যদিও কেন্দ্রের এই প্রস্তাবে তীব্র আপত্তি ছিল রাজ্যের । সূত্রের খবর, তিন আইপিএসকে রাজ্যের বাইরে বদলি করতে চলেছে কেন্দ্র । আর এই নিয়েই ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী । ভোটের আগে এমন ঘটনা অসাংবিধানিক বলেই মনে করছেন তিনি ।
টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, "রাজ্যের আপত্তি থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কর্মরত তিন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় ডেপুটেশনের নির্দেশ দেওয়া হয়েছে । আইপিএস ক্যাডার বিধি 1954-র আপদকালীন ক্ষমতাকে বিনা কারণে অপব্যবহার করা হচ্ছে ।"
তিনি আরও লিখেছেন, " এহেন কাজ ইচ্ছাকৃতভাবে রাজ্যের এক্তিয়ারকে সংকোচন করার চেষ্টা ছাড়া আর কিছুই নয় । রাজ্যে কর্মরত আধিকারিকদের নীতি থেকে বিচ্যুত করার ও তাঁদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । বিশেষ করে নির্বাচনের আগে এই পদক্ষেপটি গণতান্ত্রিক কাঠামোর মূল ধারার পরিপন্থী । এটি অসাংবিধানিক এবং কোনওভাবেই মেনে নেওয়া যায় না । রাজ্যের পরিকাঠামোকে নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রের এই চেষ্টা আমরা কোনওভাবেই বরদাস্ত করব না । আগ্রাসী ও অগণতান্ত্রিক শক্তির সামনে বাংলা মাথা নোয়াবে না ।"
আরও পড়ুন : নাড্ডার কনভয়ে হামলা : 3 আইপিএসকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
অভিযোগ ছিল, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কনভয় লক্ষ্য করে ইটবৃষ্টি করেছিল ৷ লাঠি নিয়েও গাড়িতে আঘাত করা হয় ৷ তবে, নাড্ডা বা তাঁর গাড়ির কোনও ক্ষতি না হলেও, ইটের আঘাতে কাচ ভেঙে গেছিল কৈলাস বিজয়বর্গীয়র গাড়ির ৷ এই ঘটনার পরই রাজ্যপালের কাছে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ পাশাপাশি রাজ্যের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথাও সেই রিপোর্টে উল্লেখ করতে বলা হয় ৷ সেইমতো রিপোর্ট পাঠিয়ে দেন রাজ্যপাল জগদীপ ধনকড় । তারপরই মুখ্যসচিব ও ডিজিপিকে দিল্লিতে তলব করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে । যদিও স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন তাঁরা দিল্লি যাচ্ছেন না । তারপরই এই তিন আইপিএসকে ডেপুটেশনে চেয়ে পাঠায় কেন্দ্র ৷