কলকাতা, 11 অগস্ট: এবার বুস্টার ডোজ (Booster Dose) হিসাবে কেন্দ্র সরকার পক্ষ থেকে অনুমোদন দেওয়া হল কর্বেভ্যাক্স টিকাকে (Central approves Corbevax vaccine as booster dose) । এ বিষয়ে রাজ্যগুলিকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব । রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কর্বেভ্যাক্স ভ্যাকসিনটি এখন বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা যেতে পারে ।
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাসের মধ্যে কর্বেভ্যাক্স দেওয়ার ছাড়পত্র মিলেছে ৷ কোভিশিল্ড (Covishield) বা কোভ্যাক্সিন (Covaxin) নিলেও বুস্টার ডোজে নেওয়া যাবে কর্বেভ্যাক্স । যাদের বয়স 18 বছর বা তার বেশি এবং কোভ্যাকসিন বা কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পেয়েছেন ৷ সেই টিকা নেওয়ার 6 মাস পর সতর্কতামূলক ডোজ হিসাবে কর্বেভ্যাক্স নেওয়া যেতে পারে ।