কলকাতা, 10 অগস্ট: গরুপাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু ৷ সিবিআই গোয়েন্দারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান বলে নিজাম প্যালেস সূত্রে খবর (CBI will question Bolpur Super Specialty Hospital Director Buddhadeb Murmu) ৷ অভিযোগ উঠেছে, অনুব্রত মণ্ডলের কথা মতোই বুদ্ধদেব মুর্মু চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে তৃণমূল নেতার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে নির্দেশ দিয়েছিলেন ৷ পাশাপাশি তিনি নাকি সাদা প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়ারও নির্দেশ দিয়েছেন ।
ইতিমধ্যেই জানা গিয়েছে, গতকাল বোলপুরের বাড়িতে অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষা করেত গিয়েছিলেন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী ৷ অভিযোগ উঠেছে, বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মর্ম চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে কার্যত নির্দেশ দিয়েছিলেন, অনুব্রত মণ্ডলকে বাড়িতে গিয়ে চিকিৎসা করাতে ৷ শুধু তাই নয়, প্রেসক্রিপশনের বদলে, একটি সাদা কাগজে ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ লিখে দিতে বলেম বুদ্ধদেব মুর্মু ৷
এর পরেই সিবিআইয়ের কাছে একটি বিষয় কার্যত স্পষ্ট যে, অনুব্রত মণ্ডল একজন প্রভাবশালী ব্যক্তি ৷ তাঁর কথা মতোই পুরো কাজটি করেছেন বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার এবং তিনি চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে পরবর্তী নির্দেশ দিয়েছেন ৷ আর অনুব্রত মণ্ডলকে প্রতিপদে সাহায্য করেছেন বোলপুর সুপারস্পেশালিটি হাসপাতালে সুপার নিজেই ৷ অনুব্রত মণ্ডলের সঙ্গে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর সঠিক কি সম্পর্ক রয়েছে তা জানার জন্যই এবার তাকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের গোয়েন্দারা ৷
আরও পড়ুন:অনুব্রতকে বাগে আনতে নিজাম প্যালেসে উচ্চ পর্যায়ের বৈঠকে সিবিআই
এখানেই সিবিআই আধিকারিকদের প্রশ্ন, একজন সরকারি হাসপাতালের সুপার কীভাবে, অপর একজন চিকিৎসককে প্রেসক্রিপশনের বদলে সাদা কাগজে ওষুধ লিখে দেওয়ার কথা বলতে পারেন ! নিজাম প্যালেস সূত্রে খবর, সিবিআইয়ের উচ্চপদস্থ আধিকারিকরা এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেছেন ৷ তার পরেই অনুব্রত মণ্ডল এবং চিকিৎসক বুদ্ধদেব মুর্মুর মধ্যে কী সম্পর্ক এবং কেন তিনি চন্দ্রনাথ অধিকারীকে বেআইনি কাজ করার নির্দেশ দিলেন ? তা জানতে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷