পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চিটফান্ড তদন্তে দময়ন্তী সেনের বাড়িতে CBI - কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেন

চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI । তাঁরা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা । ইতিমধ্যেই ওয়াকার রাজা CBI কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন । আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর ।

zss

By

Published : Nov 5, 2019, 10:07 PM IST

কলকাতা, 5 নভেম্বর : কলকাতা পুলিশের সিনিয়ার আইপিএস অফিসার দময়ন্তী সেনের বাড়িতে CBI। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বলে সূত্রে খবর ।

চিটফান্ড কাণ্ডে এবার আরও দুই IPS অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে চাইছিল CBI । তাঁরা হলেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (৩) দময়ন্তী সেন এবং ডেপুটি কমিশনার ( পোর্ট) ওয়াকার রাজা । ইতিমধ্যেই ওয়াকার রাজা CBI কর্তাদের সঙ্গে কথা বলে এসেছেন । আর পার্ক স্ট্রিটে দময়ন্তী সেনের বাড়িতে গিয়ে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেন বলে CBI সূত্রে খবর ।

দময়ন্তী সেনকে নিয়ে তেমন কোনও বিতর্ক নেই । পার্ক স্ট্রিট ধর্ষণের ঘটনার পর তাঁকে বদলি করে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ থেকে । সম্প্রতি কলকাতা পুলিশে ফেরত এসেছেন তিনি । CBI সূত্রে খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হচ্ছে মূলত একটি চিঠির বিষয় নিয়ে । তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত 2010 সালে চিটফান্ড নিয়ে চিঠি লেখেন দময়ন্তী সেনকে । সেই সময় তিনি কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার (অপরাধ) ছিলেন । সেই চিঠি পাওয়ার পরেই দময়ন্তী SEBI কে চিঠি লেখেন । তখন SEBI-র তরফে রোজভ্যালিকে ব্যবসা বন্ধ করতে বলা হয় । কিন্তু আদালতে গিয়ে স্থগিতাদেশ পান রোজভ্যালি কর্তারা । সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে দময়ন্তী সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় । CBI অফিসার সুরেন্দের মালির নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ হয় বলে জানা গেছে ।

অন্যদিকে বর্তমান ডিসি পোর্ট ওয়াকার রাজা সেই সময় ছিলেন CID-তে । তৎকালীন সময়ে কাস্টমস হাউসে তিন মাস অন্তর একটি সমন্বয় বৈঠক হত । SEBI, রেজিস্টার্স অব কোম্পানিজ, ED, কলকাতা পুলিশ, CID-র মতো সংস্থা থাকত ওই বৈঠকে । আলোচনা হত মূলত কর ফাঁকি, দুর্নীতি ইত্যাদি নিয়ে । সঙ্গে সবকটি এজেন্সির মধ্যে সমন্বয়ের বিষয়টি থাকত । এই মিটিংয়ে CID তরফে ওয়াকার রাজা । সেই বৈঠকে একবার চিটফান্ডের বিষয়টি নিয়ে আলোচনা হয় । কিন্তু কোন এজেন্সি নাকি তখন সেভাবে গুরুত্ব দেয়নি বিষয়টিতে । আর সেটি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ওয়াকার রাজাকে, সূত্রের খবর তেমনই ।

ABOUT THE AUTHOR

...view details